নড়াইলে গাছের সাথে বেঁধে গৃহবধু ববিতা নির্যাতন মামলার অন্যতম আসামি আজিজুর রহমান আজু আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার দুপুরে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে মুহাম্মদ মাজহারুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
এদিকে ববিতার স্বামী শফিকুল শেখ, ভাসুর আবুল হাসান শেখ ও প্রতিবেশি নান্নু মোল্যাকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম সাতদিনের রিমান্ডের আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১৩ মে ববিতার চাচাশ্বশুর কালাম শেখের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গৃহবধূ নির্যাতন মামলায় এ পর্যন্ত সব আসামি (সাতজন) গ্রেফতার করা সম্ভব হয়েছে।
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল সকালে গৃহবধূ ববিতা খানমের (২০) শ্বশুরবাড়ির লোকজন নড়াইলের শালবরাত গ্রামে ববিতাকে গাছের সাথে বেঁধে তার ওপর বেধড়ক লাঠিপেটা করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ববিতার স্বামী শফিকুল শেখ, শ্বশুর ছালাম শেখ, শাশুড়িসহ সাতজনের নামে মামলা দায়ের করা হয়।
Leave a Reply