ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের ১৩ দিন পর তদন্তভার সিআইডিকে দেয়ার নিদের্শ দিয়েছে পুলিশ হেড কোয়ার্টার। সোমবার বিকেলে সিলেট মেট্র্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ রহমত উল্যাহ মানবকন্ঠকে এ তথ্য জানিয়েছেন। তিনি সোমবার বিকেলে মোবাইলফোনের এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডের তদন্তভার সিআইডিকে দেয়ার জন্য সোমবার পুলিশ হেড কোয়ার্টার থেকে নিদের্শ দেয়া হয়েছে।
ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার পর গণজাগরণ মঞ্চ, সিলেট নগরীতে আধাবেলা হরতাল, সংহতি সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে।
গণজাগরণ মঞ্চ, সিলেটের মূখপাত্র দেবাশীষ দেবু মানবকন্ঠকে জানান, আপাতত তাদের কোনো কর্মসূচি নেই। তবে এ ইস্যুতে মঙ্গলবার বিকেল ৪টায় নগরীর কোর্ট পয়েন্টে প্রগতিশীল রাজনৈতিক দলের ব্যানারে একটি সমাবেশ ও মিছিল আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১২ মে সকালে কর্মস্থলে যাওয়ার পথে নিজ বাসার অদূরে সিলেট নগরীর সুবিদবাজারে চার দুর্বৃত্ত অনন্ত বিজয় দাশকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই রাতে অনন্তে বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় অজ্ঞাত চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে ওসি (তদন্ত) নূরুল আলমকে দায়িত্ব দেয়া হয়। মামলার তদন্তে নেমে পুলিশ সদর দফতরের আইটি বিশেষজ্ঞরা প্রযুক্তির ব্যবহার করে হত্যাকারীদের শনাক্তের প্রক্রিয়া চালান। পাশাপাশি নগরীর কয়েকটি মেসে অভিযান ও নজরদারি বাড়ানো হলেও কার্যত কোনো অগ্রগতি হয়নি এ মামলার।
Leave a Reply