ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল) অষ্টম আসরের শিরোপা জিতলো মুম্বই ইন্ডিয়ানস। গতকালের ফাইনালে তারা চেন্নাই সুপার কিংসকে ৪১ রানে হারিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতেছে। এর আগে ২০১৩ সালে তারা শিরোপা জিতেছিল। আইপিএলের এর আগে দু’বার ফাইনালে মুখোমুখি হয় মুম্বই ও চেন্নাই। ২০১০ সালে চেন্নাই জিতলেও ২০১৩ সালে জেতে মুম্বই। ফাইনালে তৃতীয়বারের মুখোমুখিতে এবার নিজেদের এগিয়ে নিল মুম্বই। এতে আট আসরে দুইবার করে শিরোপা জেতার তালিকায় চেন্নাই ও কলকাতার সঙ্গে যোগ হলো মুম্বই-এর নাম। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল টসে হেরে প্রথমে ব্যাটে গিয়ে মুম্বই করে ৫ উইকেটে ২০২ রান। ৪৫ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন লেন্ডল সিমন্স। আর ২৬ বলে ৫০ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। জবাবে ৮ উইকেটে ১৬১ রান তুলতে পারে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। ৪৮ বলে সর্বোচ্চ ৫৭ রান আসে ক্যারিবীয় ব্যাটসম্যান ডোয়াইন স্মিথের ব্যাট থেকে। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা।
Leave a Reply