শক্তিশালী দলই পাঠাচ্ছে ভারত। তাই বিরাট কোহলিদের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশও পুরো শক্তির দল মাঠে নামাবে। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টে চোটের কারণে ছিটকে যাওয়া রুবেল হোসেন ফিরেছেন দলে। এছাড়া সর্বশেষ টেস্ট দল অপরিবর্তিত রাখা হয়েছে। উইকেট কিপিংয়ে মুশফিকুর রহিমের বিকল্প হিসেবে নেয়া হয়েছে লিটন কুমার দাসকে। ১৪ সদস্যের দলে রয়েছেন ডান-হাতি লেগ-স্পিনার জুবায়ের হোসেনও।
পাকিস্তানের বিপক্ষে ঢাকায় দ্বিতীয় টেস্টে মাত্র দুই বল করেই ছিটকে পড়েন শাহাদাত হোসেন। চোটের কারণে লম্বা সময় দলের বাইরে থাকতে হবে এ পেসারকে। তার জায়গায় এসেছেন ইনজুরি থেকে ফিরে আসা রুবেল হোসেন। আঙুলের চোটে থাকা মুশফিকুরের ভারতের বিপক্ষে কিপিং না করার সম্ভাবনাই বেশি। এজন্য একাদশে থাকার সম্ভাবনা ১৪ জনের দলে থাকা উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাসের। পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি লিটনের। জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) ৮৫.৩৩ গড়ে ১০২৪ রান করা এই তরুণের ওপর আবারও আস্থা রেখেছেন নির্বাচকরা। এনসিএলে ৭০.৬৩ গড়ে ৭৭৭ রান করা রনি তালুকদারের জায়গা হয়নি এবারও। পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে দলে ছিলেন এই ওপেনার। ছয়টি টেস্ট খেলা শুভাগত হোম চৌধুরীও টিকে গেছেন। এদিকে টেস্ট দলে উপেক্ষিত রয়েছেন নাসির হোসেন ও এনামুল হক। সাব্বির রহমান, আরাফাত সানি, তাসকিন আহমেদ এবারও টেস্ট দলে জায়গা পাননি। একমাত্র টেস্টে নিজেদের প্রত্যাশা নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘ভারতের বিপক্ষে আমাদের প্রথম প্রত্যাশা থাকা উচিত ভালো ক্রিকেট খেলা। দ্বিতীয়ত, আমাদের প্রধান শক্তি এখন ব্যাটিং, এখানে আমরা ভালো করতে চাই। ফতুল্লায় ফ্লাট উইকেট হয়, সেখানে ড্র করতে পারলে আমার মনে হয় ভালো ফল হবে।’ ১০ জুন ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। এক টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সোমবার বাংলাদেশে আসবে ভারত। ১৮, ২১ ও ২৪ জুন তিনটি ডে-নাইট ওডিআই মিরপুরে।
একমাত্র টেস্টে বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, লিটন দাস, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, আবুল হাসান ও মোহাম্মদ শহীদ।
Leave a Reply