জীব বৈচিত্রপূর্ণ একটি পৃথিবী আমাদের স্বপ্ন। এই লক্ষ্য নিয়ে মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি-মাপসাস জাতীয় ভিত্তিক এই সংগঠন কাজ করে যাচ্ছে। গতকাল ৫ জুন শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস এর র্যালী পরবর্তী সভায় সভাপতির বক্তব্যে দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্র পত্রিকার প্রাক্তণ বার্তা সম্পাদক ও মাপসাস এর জেলা সাধারণ সম্পাদক সুনির্মল সেন এ কথা বলেন।
সিলেট নগরীর কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে বিকেল ৪টার সভায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আবুল বাশার বাদশাহর পরিচালনায় ও সাধারণ সম্পাদক সাংবাদিক সুনির্মল সেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কল্লোল পাল সর্দার, সাংবাদিক সাইফুল ইসলাম চৌধুুরী, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাঈদ, মহিলা বিষয়ক সম্পাদিকা শ্রীমতি বেবী দেবী, সহকারী সম্পাদিকা হোসনা ইয়াসমিন মুক্তা, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সামছুন নূর তালুকদার, সদস্য রাজু বিশ্বাস, নুসরাত জাহান মীম, ফারজানা জাহান শিমুল।
সভায় বক্তারা ্আরো বলেন, পানি জীবনের জন্য অপরিহার্য। পৃথিবী নামক গ্রহে কোন বসবাসকারী পানি ছাড়া বাঁচতে পারেনা। এটা মানব স্বাস্থ্য ও মঙ্গলের জন্য সাথে সাথে পরিবেশ সংরক্ষণের জন্য একটি পূর্ব শর্ত। সরকার ও জনগণের মধ্যে এই বিষয় সম্পর্কে সচেতনতা এবং ইতিবাচক পদক্ষেপ বৃদ্ধিরই এ বছরের জন্য মাপসাস এর প্রতিপাদ্য নির্ধারণের মূল লক্ষ্য।
এদিকে গতকাল ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সমাবেশের আগে মাপসাস সিলেট জেলা শাখার উদ্যোগে একটি র্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্যরা র্যালীতে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি
Leave a Reply