বাংলাদেশের ব্যাপারে ভারতের কোনো আক্রোশ বা ঘৃণা নেই মন্তব্য করে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, দলের লক্ষ্য থাকা উচিত টেস্ট জয়ের দিকে। এই লক্ষ্যে ঠিক না থাকলে যা কিছু অর্জন করার ইচ্ছে তা অর্জিত হবে না।
তিনি বলেন, আমরা অনেক শিখেছি। কিন্তু আমাদের সব সময় শিখতে হবে এমন মানসিকতা নিয়ে খেললে চলবে না। আমরা যথেষ্ট টেস্ট খেলেছি। সুতরাং আমাদের নৈপুণ্য কাজে লাগিয়ে ফল তুলে আনতে পারি।
কোহলি বলেন, আগে অনেক কিছুই ঘটেছে। সেটা আমাদের খুব একটা মনে থাকবে না। আমরা সেখানে খেলতে যাচ্ছি। আপাতত তাতেই আমাদের মনোযোগ। ওদের ব্যাপারে আমাদের কোনো ঈর্ষা, আক্রোশ বা ঘৃণা নেই। ঢাকায় আসার আগে রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের সঙ্গে এক টেস্ট ও তিন ওয়ানডে খেলতে আগামীকাল ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল।
আগামী ১০ জুন ফতুল্লা স্টেডিয়ামে টেস্টম্যাচের মধ্য দিয়ে সিরিজ শুরু হবে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৪ জুন। তবে জুনে বৃষ্টিপাতের সম্ভাবনার দরুন প্রতিটা ওয়ানডে ম্যাচের জন্য থাকছে রিজার্ভ ডে। দিবা-রাতের খেলা হতে না পারলে পরের দিন অনুষ্ঠিত হবে।
Leave a Reply