বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দেশের হয়ে অনন্য এক রেকর্ড গড়লেন। ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচের তৃতীয়দিন বৃহস্পতিবার শততম টেস্ট উইকেট পেয়েছেন তিনি। নিজের বলে ধাওয়ানের ক্যাচ নিয়ে অন্য রকম এক শতক ছুঁয়েছেন টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ এই অলরাউন্ডার।
ধাওয়ানের উইকেটটি ছিল দেশের মাটিতে সাকিবের শততম টেস্ট উইকেট। দেশের মাটিতে ১০০ টেস্ট উইকেট নেওয়া বাংলাদেশের প্রথম বোলারও সাকিব।
সাকিবের টেস্ট অভিষেক দেশের মাটিতেই ২০০৭ সালে ভারতের বিপক্ষে চট্টগ্রামে। তবে প্রথম ৩ টেস্টে উইকেটেই পাননি তিনি। এরপর ২০০৮ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের ওপেনার ক্রেইগ কামিংকে আউট করে পেয়েছিলেন প্রথম উইকেট।
দেশের মাটিতে প্রথম টেস্ট উইকেট ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টে, আর্ম ডেলিভারিতে বোল্ড করেছিলেন এবি ডি ভিলিয়ার্সকে। সেই সাকিব দেশের মাটিতে ২৮তম টেস্টে ভারতের বিপক্ষে উইকেটের সেঞ্চুরি করলেন। –
Leave a Reply