চিলি এবারের কোপা আমেরিকার আয়োজক। স্বাগতিক দেশ। কিন্তু কখনোই এই টুর্নামেন্টের শিরোপাটা তারা জিততে পারেনি। ঘরের মাঠে তাদের মিশনটা তাই একটু বেশি কঠিনই বটে। আর এই মিশনের শুরুটা তাদের জন্য হলো চমৎকার। আরতুরো ভিদাল ও বদলী খেলোয়াড় ভারগাসের লক্ষ্যভেদে আদর্শ সূচনাই পেয়েছে চিলি। গ্রুপ ‘এ’র ম্যাচে তারা সান্তিয়াগোতে ২-০ গোলে হারিয়েছে ইকুয়েডরকে।
মাত্র কয়েক দিন আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হলো। জুভেন্তাসকে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। ওই ম্যাচের হতাশা তাই সঙ্গী ছিল চিলির জুভ সুপারস্টার ভিদালের। সেই হতাশার অনেকটাই তিনি মুছে ফেললেন কোপার প্রথম ম্যাচেই গোল করে। ৬৭ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করেন তিনি। খেলা শেষ হবার ৬ মিনিট আগে ভারগাস ম্যাচের দ্বিতীয় ও শেষ গোলটি করেন
ম্যাচের পর ভিদাল বলেছেন, “এটা খুব কঠিন ম্যাচ ছিল। তারা আমাদের শেষ পর্যন্ত চাপে রেখেছে। জয় পেয়ে খুশি আমরা। তবে আমাদের আরো উন্নতি করতে হবে। আর জয়ের মজাটাই আলাদা।”
Leave a Reply