টানা বর্ষণের কারনে চতুর্থ দিনের খেলাও পরিত্যক্ত হলো ফকুল্লা টেস্টের। ব্যাট-বলের চেয়ে বৃষ্টির সঙ্গেই বেশি লড়তে হচ্ছে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটারদের। দ্বিতীয় দিনে মুষলধারে বৃষ্টির কারণে মাঠে নামতে পারেননি মুশফিক-কোহেলিরা। প্রথম ও তৃতীয় দিনে বৃষ্টির লুকোচুরির মাঝে খেলা হয়েছে ১০৩.৩ ওভার। আর তাতে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৬ উইকেটে ৪৬২ রান সংগ্রহ করে ভারত। চতুর্থ দিন ভারত ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায়। বৃষ্টির ফাঁকেই বাংলাদেশ তিন উইকেটে ১০৭ রান সংগ্রহ করে। এবার মুষলধারে বৃষ্টি। সঙ্গে বিদ্যুতের গর্জন! শেষতক খেলা পরিত্যক্ত ঘোষণা।
বৃষ্টির আগ পর্যন্ত ক্রিজে ছিলেন ইমরুল কায়েস ও সাকিব আল হাসান। ব্যক্তিগত ১৯ রানে অশ্বিনের বলে স্ট্যাম্পিং হয়ে সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল।
তামিমের বিদায়ের পর মমিনুলকে নিয়ে ভালোই প্রতিরোধ গড়ে তুলেন ইমরুল কায়েস। ৭৪ বলে অর্ধশতকও তুলে নিয়েছেন তিনি। ব্যক্তিগত ৩০ রান করে হরভাজন সিংকে উড়িয়ে মারতে গিয়ে যাদবের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন মমিনুল। এরপরের ওভারেই অশ্বিনের বলে উইকেটের পেছনে ক্যাচ হয়ে ব্যক্তিগত ২ রানে সাজঘরের পথ ধরেন মুশফিকও।
ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগের দিন ৬ উইকেট হারিয়ে ৪৬২ রান তুলে ভারত। সেঞ্চুরি করেছেন ভারতের শেখর ধাওয়ান (১৭৩) ও মুরালি বিজয় (১৫০)। তবে ২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন আজিঙ্ক্য রাহানে (৯৮)। চতূর্থ দিনে কোন ব্যাটিং না করে ইনিংস ঘোষণা করে ভারত।
Leave a Reply