বৃষ্টি বিড়ম্বনা আর ব্যাটসম্যানদের হতাশাজনক ব্যাটিংয়ের পর অবশেষে বাংলাদেশ-ভারত টেস্ট ড্র হয়েছে। ফতুল্লায় ভারতের দেয়া ৪৬২ রানের জবাবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওয়ানডে স্টাইলে খেলতে গিয়ে মাত্র ২৫৬ রানেই অলআউট হয় বাংলাদেশ। ফলোঅনের লজ্জায় পড়ে স্বাগতিকরা। হতাশাজনক ব্যাটিংয়ের কারণে ফলোঅনের মুখে পড়ে মুশফিকবাহিনী। তবে দ্বিতীয় ইনিংসে ২৩ রান করে কোন উইকেট না হারিয়েই টেস্টের ৫ম ও শেষদিন পার করেছে বাংলাদেশ।তামিম ১৬ ও কায়েস ৭ রান করে অপরাজিত থাকেন।
রোববার পঞ্চম ও শেষ দিনে স্বাগতিকদের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৫৬ রানে। ভারতের চেয়ে ২০৬ রানে পিছিয়ে থাকায় ফলোঅনের লজ্জাতেও পড়তে হয়েছে বাংলাদেশকে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে ৬ রান সংগ্রহ করেছে। ক্রিজে রয়েছেন তামিম (৫) ও কায়েস (১)। ইমরুল কায়েস ও সৌম্য সরকার অর্ধশত রানের জুটির পর এক সময় মনে হয়েছিল আজকের দিনটি টাইগাররা হেসেখেলেই কাটিয়ে দেবে। কিন্তু মাত্র ৪রানের ব্যবধানে কায়েস ও সৌম্য বিদায়র নেয়ার পর ফলোঅনের শংকায় পড়ে টাইগাররা। তবে এ ম্যাচে অভিষক হওয়া ৪৪ রানের ইনিংস খেলে কিছুটা আশা জাগিয়ে তুলেন লিটন দাস। তার ইনিংসে অশ্বিনের বলে লেগস্লিপে রোহিতের হাতে ধরা পড়েন তিনি। লিটনকে আউট করে নিজের পঞ্চম উইকেট নেন অশ্বিন। এরপর বাকিদের শুধু আসা-যাওয়া। বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২৫৬ রানে।
এদিকে টানা ১১ ম্যাচে অর্ধশতক করে শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে আরেক কিংবদন্তি ভিভ রিচার্ডসের পাশে নাম লিখিয়েছিলেন মুমিনুল হক। সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড স্পর্শ করার। কিন্তু সময় না থাকায় আর নামা হয়নি মুমিনুলের।
Leave a Reply