গতকাল বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ৭৯ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ৩০৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপর বোলারদের দক্ষতায় সহজেই জয় পায় টাইগাররা। এ যাবতকাল বাংলাদেশের সঙ্গে ৩০ ম্যাচ খেলে এটিই টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় ব্যবধানে হার। এ হারের পর সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
সেইসঙ্গে এ হারের পেছণে ‘সঠিক পার্টনারশীপ’ এবং প্রতিপক্ষ বোলারদের কারিকুরিকে দায়ী করেছেন ধোনি।
তিনি বলেছেন, বাংলাদেশি বোলারদের ব্যবহৃত ভ্যারিয়েশন খুবই মনোমুগ্ধকর। তারা কেবল ১৪০ কিলোমিটার বেগে বল করেননি। এর পাশাপাশি ১১৫ কিলোমিটারের স্লোয়ারও দিয়েছে। এছাড়া তারা আমাদের চেয়ে বেশি বাউন্সও পেয়েছে। আর মন্থর পিচে বাউন্স বল খেলা সত্যিই ব্যাটসম্যানদের জন্য কষ্টকর। মন্থর পিচ থেকে তারা সঠিক সুবিধাটি আদায় করে নিয়েছে। তারা জানে কোন জায়গায় বল ফেলতে হয়। দুই দলের পেসাররাই ফারাকটা তৈরি করে দিয়েছে।
ক্যাপ্টেন কুল আরও বলেন, বাংলাদেশ চার পেসার নিয়ে খেলেছে। রাতের আলোয় নতুন বলে তারা সুবিধা নিতে সক্ষম হয়েছে। এজন্য ধন্যবাদ জানাতে হয় বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। সে তার বোলারদের উপর পূর্ণ আস্থা রাখতে পেরেছে। সাধুবাদ জানায় তাদের পেসারদের।
Leave a Reply