কোপা আমেরিকা শেষ হয়ে গেল নেইমারের। প্রতিপক্ষের খেলোয়ড়ের গায়ে বল মেরে ও মাথা দিয়ে গুঁতো দিয়ে লালকার্ড দেখার পর তিন ম্যাচ নিষিদ্ধ হলেন তিনি। লালকার্ড দেখায় এমনিতেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোববার ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে পারতেন না ব্রাজিলের স্ট্রাইকার নেইমার। এবার দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন তার অপরাধকে গুরুতর বিবেচনা করে আরও তিন ম্যাচ নিষিদ্ধ করলো। এতে গ্রুপপর্বসহ যদি ব্রাজিল কোয়ার্টার , সেমিফাইনাল এবং ফাইনালে উঠতে পারে তাহলেও খেলতে পারবেন না নেইমার। ওই ম্যাচে লাল কার্ড দেখা কলম্বিয়ার খেলোয়াড় কার্লোস বাকাকেও দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের শেষ বাঁশি বাজার পর প্রতিপক্ষের ডিফেন্ডার পাবলো আরমেরোর গায়ে লাথি দিয়ে বল মারেন নেইমার। এ সময় কলম্বিয়ার খেলোয়াড়রা তার দিকে তেড়ে গেলে নেইমার আরেক খেলোয়াড়কে মাথা দিয়ে গুঁতো দেন। এতে তাকে লালকার্ড দেখার রেফারি। তবে সেদিন নেইমার প্রথমার্ধে বলে হাত ছুঁয়ে হলুদ কার্ড দেখেছিলেন।
Leave a Reply