বাংলাদেশের কাছে কিছুদিন আগে বাংলাওয়াশ হয়েছে পাকিস্তান। তখনই র্যাংকিংয়ে পাকিস্তানের ওপরে চলে আসে টাইগাররা। এবার ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটিতে জিতে র্যাংকিংয়ে আরো এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে চলে এসেছে বাংলাদেশ। আর তাতেই কপাল পুড়েছে পাকিস্তানের।
ভারতের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের মধ্য দিয়ে ২০১৭ সালের আইসিসির চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত হলো টিম বাংলাদেশের। আর ভারতের এ পরাজয়ের ফলে বিদায় নিতে হলো পাকিস্তানকে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ফলেই বাংলাদেশের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভবনা উকিঁ দিচ্ছিল। আর ভারত বধের মাধ্যমে সেই সম্ভবনা বাস্তবে রূপ নিয়েছে। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত র্যাংকিং ধরে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হবে।
আইসিসির নিয়ম অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসে ২০১৭ সালের ১ থেকে ১৯ জুনে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক ইংল্যান্ড ও র্যাঙ্কিংয়ের অন্য শীর্ষ সাত দল খেলবে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা দলগুলোই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে।
গত বৃহস্পতিবার ভারতের প্রথম ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে সপ্তম স্থানে ওঠা নিশ্চিত হয় বাংলাদেশের (৯১ পয়েন্ট)। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে মাশরাফির দলের রেটিং পয়েন্ট ছিল ৮৮। ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টও ছিল ৮৮, তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে সপ্তম স্থানে ছিল ক্যারিবীয়রা।
টাইগারদের কাছে প্রথমবার ওয়ানডে সিরিজ হারা ভারতের জন্য বড়ই লজ্জার বিষয়। ১৬ কোটি বাঙালির কাছে ১২০ কোটি মানুষের পরাজয়ই বটে। ওয়ানডে সিরিজ জয়ের পর টাইগারদের সামনে অপেক্ষা করছে হ্যাট্টিক বাংলাওয়াশ ইতিহাস গড়ার রেকর্ড। সিরিজের শেষ ওয়ানডে সিরিজ জিতলেই টানা তৃতীয় হ্যাট্টিকের ইতিহাস হবে।
Leave a Reply