বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে এক শ’ রান পার হলো ভারত। তবে টসে হেরে আগে ব্যাট করা ভারত দুই উইকেট হারিয়ে ফেলেছে। ২০ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১১৪ রান। বিরাট কোহলি ব্যক্তিগত ২৫ রানে সাকিব আল হাসানের বলে সরাসরি বোল্ড হয়ে ফিরেছেন। এর আগে মুস্তাফিজুর রহমানের শিকার হয়ে ভারতের ওপেনার রোহিত শর্মা ব্যক্তিগত ২৯ রানে ফেরেন। এই নিয়ে টানা তৃতীয়বার মুস্তাফিজের বলে আউট হলেন তিনি। শিখর ধাওয়ান ৫৫ রানে অপরাজিত আছেন।
ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ভারতকে প্রথম ওয়ানডেতে ৭৯ রনে ও দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। আজ হোয়াটওয়াশের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। ইনজুরি আক্রান্ত পেসার তাসকিন আহমেদের বদলে আজ একাদশে জায়গা পেয়েছেন স্পিনার আরাফাত সানি।
বাংলদেশ দল
তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, আরাফাত সানি, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
ভারত দল
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, এমএস ধোনি, স্টুয়ার্ট বিনি, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ধাওয়াল কুলকার্নি ও উমেশ যাদব।
Leave a Reply