প্রতিপক্ষের মনে আতঙ্ক ছড়ানোর ক্ষমতা ব্রাজিল হারিয়ে ফেলেছে দেখে হতাশ দেশটির বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক কাফু। এই বাজে সময় কেটে ব্রাজিল আবার হারানো দিনগুলো খুঁজে পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১৪২টি ম্যাচ খেলার রেকর্ড গড়া কাফু তার ১৬ বছরের ক্যারিয়ারে ২০০২ সালের বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা শিরোপা জেতেন।
প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে ব্রাজিলের এবারের কোপা আমেরিকার অভিযান কোয়ার্টার-ফাইনালেই শেষ হয়। এর আগে দেশের মাটিতে ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছে সেমি-ফাইনালে ৭-১ গোলে উড়ে গিয়েছিল তারা।
সাম্প্রতিক সময়ে ব্রাজিলের এই বাজে অবস্থার একটা কারণ খুঁজে পেয়েছেন দেশটির সাবেক ডিফেন্ডার কাফু।
“(ব্রাজিল দলে) অঙ্গীকার ও স্পৃহার অভাব আছে। তারা সম্মান হারিয়েছে। আমরা যে ধরনের ফুটবল খেলছি, তাতে এখন আর প্রতিপক্ষরা আমাদের ভয় পায় না। এখন আর তারা বলে না ‘আমাদের ব্রাজিলকে মোকাবেলা করতে হবে’।”
এএস রোমা ও এসি মিলানের সাবেক ডিফেন্ডার দেশটির সমর্থকদের জন্য আশার কথাও শোনান।
“আমরা একটি পরিবর্তনের মধ্যে দিয়ে গেছি। কিন্তু আবার ভয় ধরিয়ে দেওয়া দল হবে ব্রাজিল। যারা আমাদের হেলা করে তারা বিস্মিত হবে।”
Leave a Reply