চিলির উগ্র সমর্থকরা আর্জেন্টিনার খেলোয়াড়দের পরিবারের ওপন হামলা চালিয়েছে। গোল ডটকম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়, টনাটি প্রথমার্ধের খেলা শেষ হওয়ার কিছু আগে চিলির উগ্র সমর্থকরা মেসির ভাইয়ের ওপর চড়াও হয়। ঘটনার সূত্রপাত হয়, চিলির কিছু সমর্থক মেসির পরিবারের সদস্যদের অপমান করে কথাবার্তা বলার পর। এ নিয়েদুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মেসির ভাই রদ্রিগোকে আঘাত করে চিলির এক সমর্থক। পরে মধ্যাহ্ন বিরতির সময় বাধ্য হয়ে মেসির পরিবার আশ্রয় নেয় স্টেডিয়ামের একটি টেলিভিশন কেবিনে।
ম্যাচে সার্জিও আগুয়েরোর পরিবারের সদস্যদের ওপরও হামলা চালিয়েছে চিলির উগ্র কিছু সমর্থক।
চিলির সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসনাল স্টেডিয়ামে একরকম অস্তিত্বহীনই ছিল আর্জেন্টিনার সমর্থকরা। শুরু থেকেই লাল জার্সি পরা সমর্থকরা হৈ-হুল্লোড় করে পুরো স্টেডিয়াম মাত করে রাখে। তাদের মধ্যে অতি উৎসাহী কেউ কেউ হামলা চালিয়েছে প্রতিপক্ষের খেলোয়াড়দের পরিবারের ওপর। আর মাঠে তাদের স্বদেশীরা হামলা করেছে লিওনেল মেসির ওপর। খেলার প্রথমার্ধের শেষের দিকে চিলির ডিফেন্ডার গ্যারি মেডেল ডান পায়ে লাথি মারেন মেসির বুকে। গোটা ম্যাচেই চিলির খেলোয়াড়রা আর্জেন্টাইন ফুটবলারদের ওপর এমন চড়াও হয়েছেন।
Leave a Reply