সাকিব পেরেছেনও। সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তুলতে যথেষ্ট হিমশিম খেতে হয়েছে প্রোটিয়াদের। ৪ ওভার বোলিং করে ২৪ রানে পেয়েছেন ১ উইকেট। দারুণ এক বলে দ্রুতই ফিরিয়েছেন ‘কিলার’ মিলারকে। আর এতেই গড়েছেন অনন্য এক রেকর্ড। আবদুর রাজ্জাককে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪৫ উইকেটের মালিক এ বাঁহাতি অলরাউন্ডার। সাকিব কেবল উইকেট প্রাপ্তিতে সবার ওপরে নয়; বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি রানের মালিক। ৩৮ ম্যাচে সাকিবের রান ৮৩৫।
রেকর্ড-টেকর্ড অবশ্য সাকিবের কাছে নতুন কিছু নয়। তবে এ রেকর্ডটি নিঃসন্দেহে অন্যরকম। টি-টিয়োন্টি ইতিহাসে সাকিবই একমাত্র খেলোয়াড় যিনি কোনো দেশের পক্ষে একাই সর্বোচ্চ রান ও উইকেটের মালিক। মাত্রই কদিন আগে তিন ধরনের ক্রিকেটেই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন। আজ আরও একটি শীর্ষ মুকুট উঠল সাকিবের মাথায়।
রেকর্ড-টেকর্ড অবশ্য সাকিবের কাছে নতুন কিছু নয়। তবে এ রেকর্ডটি নিঃসন্দেহে অন্যরকম। টি-টিয়োন্টি ইতিহাসে সাকিবই একমাত্র খেলোয়াড় যিনি কোনো দেশের পক্ষে একাই সর্বোচ্চ রান ও উইকেটের মালিক। মাত্রই কদিন আগে তিন ধরনের ক্রিকেটেই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন। আজ আরও একটি শীর্ষ মুকুট উঠল সাকিবের মাথায়।