স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, শিশু রাজনের খুনীদের কেউই ছাড় পাবে না। বাকি আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে।
সামাজিক গণমাধ্যম ইউটিউবে পিটিয়ে হত্যার ঘটনাটি প্রকাশের পর তা নিয়ে দেশজুড়ে তুমুল সমালোচনার মধ্যে সোমবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের একথা জানান।
তিনি জানান, সিলেটে চুরির অভিযোগ তুলে পিটিয়ে শিশু সামিউল আলম রাজনকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি।
আসাদুজ্জামান কামাল বলেন, ঘটনাটি হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। একজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
গত বুধবার সকালে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের রাজনকে। নির্যাতনকারীরা শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং ইন্টারনেটে তা ছড়িয়ে দেয়।২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।
এদিকে রাজনের ময়না তদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, মস্তিষ্কে আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে শিশুটির। তার শরীরে ৬৪টি আঘাতের চিহ্ন পাওয়া
Leave a Reply