ঈদের আর মাত্র বাকি একদিন। আর ঈদ উৎসবকে ঘিরে সব সময়ই দেশী চ্যানেলগুলোর সপ্তাহব্যাপী আয়োজন থাকে। এ আয়োজনে অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি থাকে বিভিন্ন ধরনের সংগীতানুষ্ঠান। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিভিন্ন চ্যানেল আয়োজন করেছে নানা মাত্রার সংগীতানুষ্ঠানের। এর মধ্যে এটিএন বাংলায় ঈদের দিন রাত ১০টা ৪৫ মিনিটে প্রচার হবে ইভা রহমানের একক সংগীতানুষ্ঠান ‘মনের শহর’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অভিনেতা অপূর্ব। ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ৪৫ মিনিটে প্রচার হবে নচিকেতার একক সংগীতানুষ্ঠান ‘নচিকেতা নাইটস’। ঈদের ষষ্ঠ দিন রাত ১০টা ৪৫ মিনিটে প্রচার হবে সাবিনা ইয়াসমিনের অংশগ্রহণে ‘গানে গানে কিছুক্ষণ’। ঈদ উপলক্ষে চ্যানেল আইতে প্রচার হবে ব্যতিক্রমী সংগীতানুষ্ঠান ‘উত্তম গান’। মহানায়ক উত্তম কুমারের লিপে ব্যবহৃত কিছু জনপ্রিয় গান নিয়ে সম্পূর্ণ ব্যতিক্রমী এ আয়োজন। অনুষ্ঠানের মূল পরিকল্পনা করেছেন ফরিদুর রেজা সাগর, পরিচালনা করেছেন শাইখ সিরাজ। ‘উত্তম গান’ অনুষ্ঠানের শুরুতে সঞ্চালকের ভূমিকায় শাইখ সিরাজ থাকলেও পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। তিনি সুপ্রিয়া দেবীর সঙ্গে নানা বিষয়ে বৈঠকী আড্ডায় মেতে উঠেছেন। আড্ডার ফাঁকে ফাঁকে উত্তম কুমারের সিনেমার গানগুলো পরিবেশন করবেন সৈয়দ আবদুল হাদী, সুবীর নন্দী, রফিকুল আলম, ফেরদৌস আরা, কনকচাঁপা, রিজিয়া পারভীন, মনির খান, কোনাল, ইমরান ও ঝিলিক। একুশে টিভিতে রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ‘স্বপ্ন দিনের গান’। সংগীত পরিবেশন করবেন কর্নিয়া। একই দিন রাত ১২টা ৩০ মিনিটে ফোনোলাইভে গাইবেন লুইপা ও সুজন আরিফ। একই সময়ে পরের ছয়দিন গান পরিবেশন করবেন যথাক্রমে দিঠি আনোয়ার ও পলাশ, চম্পা বনিক ও আরিফ, সুস্মিতা ও আতিক, সাব্বির ও শশী এবং অনুপমা মুক্তি ও বাদশাহ বুলবুল। এনটিভিতে ঈদের আগের দিন রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘মাটির গান প্রাণের গান’। উপস্থাপনায় থাকবেন হাসান আবিদুর রেজা জুয়েল। গান পরিবেশন করবেন টুনটুন বাউল ও রমা সরকার। ঈদের দ্বিতীয় দিন সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘সম্পর্ক জুড়ে গান’। উপস্থাপনায় থাকবেন দেবাশীষ বিশ্বাস। অংশ নেবেন বালাম ও জুলি। বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘সুরের ভুবনে’। অংশ নেবেন ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, অন্তরা ও পঞ্চম। রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে ‘মিউজিক্যাল টাইম উইথ বালাম অর্ণব এন্ড রুমি’। উপস্থাপনায় রয়েছেন জোহরা ইতিশা। ঈদের দ্বিতীয় দিন সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘সম্পর্ক জুড়ে গান’। অংশগ্রহণে নকীব খান ও পিলু খান। ঈদের চতুর্থ দিন সকাল ৮টা ২০ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘ফ্রেশ বিট ব্যান্ড’। অংশগ্রহণে পুতুল, মেহরাব, নকীব খান ও বাবু। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘সম্পর্ক জুড়ে গান’। অংশগ্রহণে আবিদা সুলতানা ও সুমন। ঈদের পঞ্চম দিন সকাল ৮টা
২০ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘পঞ্চসুর’। অংশগ্রহণে ওস্তাদ খাদেম হোসেন খান, আলী আকবর খান, আবেদ হোসেন খান, মীর কাসেম খান ও বাহাদুর হোসেন খান, ফেরদৌস আরা, প্রদীপ কুমার নন্দী, রফিকুল আলম ও সুমনা বর্ধন। বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘পরম্পরা’। অংশগ্রহণে দিনাত জাহান মুন্নী, অনুপমা মুক্তি, সন্দীপন, পুলক, সানি জুবায়ের, অনিমা রায় ও সাব্বির। ঈদের ষষ্ঠ দিন রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে কুমার বিশ্বজিতের একক সংগীতানুষ্ঠান ‘প্রিয় অনুভব’। ঈদের সপ্তম দিন সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে গজলের অনুষ্ঠান ‘সুরের ঝর্ণা’। অংশগ্রহণে পারভীন সুলতানা, ফেরদৌস আরা, সুমন রাহাত ও তানভীর আলম সজীব। ঈদের দিন মাছরাঙা টিভিতে রাত ১১টা ৪০ মিনিটে ফোনোলাইভ কনসার্ট ‘রাঙা রাত’-এ ঈদের প্রথম থেকে ষষ্ঠ দিন পর্যন্ত গাইবেন যথাক্রমে শিল্পী হৃদয় খান, কনকচাঁপা ও মনির খান, ব্যান্ড পেন্টাগন, রাফা-এলিটা-হাসান-আরিফ, অপু-স্বরলিপি-শামীম-সুপ্তিকা ও সায়ান। ঈদের আগের দিন বাংলাভিশনে রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে শিল্পী মমতাজের সরাসরি গানের অনুষ্ঠান ‘প্রেমের কথা বাতাসে ছড়ায়’। ঈদের দ্বিতীয় দিন ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘জীবনের গল্প’। এর মাধ্যমে জীবনে প্রথম কোন টিভি অনুষ্ঠানে সাক্ষাৎকার দেবেন শিল্পী এন্ডু কিশোর। অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন শাকিলা জাফর। ঈদের চতুর্থ দিন কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের জীবন ও অমর সৃষ্টি নিয়ে হামিন আহমেদ ও শাফিন আহমেদের অংশগ্রহণে বিশেষ সংগীতানুষ্ঠান ‘আমারে দেবো না ভুলিতে’। ঈদের তৃতীয় ও চতুর্থ দিন প্রচার হবে আলাউদ্দিন আলীর উপস্থিতিতে তার কালজীয় গান সৃষ্টি নিয়ে দুই পর্বের বিশেষ সংগীতানুষ্ঠান ‘সুর কারিগর’। ঈদের পঞ্চম দিন রাত ৯টা ৪৫ মিনিটে থাকবে এন্ড্রু কিশোরের একক সংগীতানুষ্ঠান ‘গানই আমার প্রাণ’। দেশটিভিতে ঈদের প্রথমদিন বেলা ৩টায় প্রচার হবে মিউজিক্যাল লাইভ ‘এত সুর এত গান’। এখানে সরাসরি গান পরিবেশন করবেন শিল্পী বিজন মিস্ত্রি ও শারমিন সাথী। রাত ৯টা ৪৫ মিনিটে ‘কলের গান’-এ গাইবে ব্যান্ড ভাইকিংস। ঈদের দ্বিতীয় দিন বেলা ৩টায় প্রচার হবে মিউজিক্যাল লাইভ ‘এত সুর এত গান। এতে গাইবেন শিল্পী সুজিত মুস্তাফা ও ফেরদৌস আরা। রাত ৯টা ৪৫ মিনিটে ‘কলের গান’-এ সংগীত পরিবেশন করবেন পণ্ডিত অজয় চক্রবর্তী। তৃতীয় দিন বেলা ৩টায় ‘এত সুর এত গান’-এ গান পরিবেশন করবেন শিল্পী ফাহিম হোসেন ও মৌটুসী পার্থ। রাত ৯টা ৪৫ মিনিটে ‘কলের গান’-এ গান গাইবেন শিল্পী হৃদয় খান। চতুর্থ দিন বেলা ৩টায় ‘এত সুর এত গান’-এ গান পরিবেশন করবেন শিল্পী অলক সেন ও শিমু দে। রাত ৯টা ৪৫ মিনিটে ‘কলের গান’-এ সংগীত পরিবেশন করবে ব্যান্ড ফকিরা। ঈদের পঞ্চম বেলা ৩টায় ‘এত সুর এত গান’-এ সংগীত পরিবেশন করবেন বাদশাহ বুলবুল ও অনুপমা মুক্তি। রাত ৯টা ৪৫ মিনিটে ‘কলের গান’-এ সংগীত পরিবশেন করবে ব্যান্ড চিরকুট। ঈদের ষষ্ঠ দিন বেলা ৩টায় ‘এত সুর এত গান’-এ গান গাইবেন স্বপ্নীল রাজীব ও টুম্পা। রাত ৯টা ৪৫ মিনিটে ‘কলের গান’-এ গান গাইবেন আরতী মুখার্জি। ঈদের সপ্তম দিন বেলা ৩টায় ‘এত সুর এত গান’-এ গাইবেন রাজীব ও শশী। রাত ৯টা ৪৫ মিনিটে ‘কলের গান’-এ গাইবেন শিল্পী কনা, কোনাল ও এলিটা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চ্যানেল নাইনের ছয়দিনব্যাপী বিশেষ মিউজিক্যাল প্রোগ্রাম ‘ক্লোজআপ ফিউশন লাউঞ্জ-২’। ঈদের প্রথমদিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টায় প্রচার হবে ‘ক্লোজআপ ফিউশন লাউঞ্জ-২’। এবার বিশেষভাবে থাকছে ফোক, ক্লাসিক্যাল, ফিল্ম ও আধুনিক গান। প্রতি পর্বে চারটি করে গান থাকবে। ছয় পর্বে মোট ১২ জন সংগীতশিল্পী থাকবেন। প্রথম পর্বে গান গাইবেন সালমা ও নায়লা, দ্বিতীয় পর্বে ইভা ও নন্দিতা, তৃতীয় পর্বে মুহিন ও দিনাত জাহান মুন্নী, চতুর্থ পর্বে কিশোর ও নিশীতা, পঞ্চম পর্বে পারভেজ ও কর্নিয়া এবং ষষ্ঠ দিনে থাকছেন মিনার ও আনচাল। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তানভীর খান।
Leave a Reply