মেহজাবিনের চেহারার সঙ্গে ক্রিকেটার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আল হাসান শিশিরের নাকি আশ্চর্য মিল! অন্তত ফেসবুক-টুইটারে সবাই এমনটাই বলছেন। বিষয়টা মেহজাবিনও জানেন। কোনো বিড়ম্বনায় পড়তে হয়নি তো? “সমস্যার সমাধান তো শিশিরই করে দিয়েছেন। ফেসবুকের এক পোস্টে আমাকে তাঁর ‘মেলায় হারিয়ে যাওয়া বোন’ বলেছেন। হা হা হা। আসল কথা, আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। দেখা-সাক্ষাৎও হয় মাঝেমধ্যে।”
২০০৯ সালের লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতায় সেরা হওয়ার পর নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন আঙুল গুনে গুনে। একক নাটক করেছেন বেশ কয়েকটি কিন্তু এ পর্যন্ত ধারাবাহিক করেছেন মাত্র দুটি-‘ধান্দা’ ও ‘ইউনিভার্সিটি’। প্রায় আড়াই বছর পর নতুন ধারাবাহিকে কাজ শুরু করলেন-রায়হান খানের ‘সুপারস্টার’।
‘ধারাবাহিকটির প্ল্যানিংটা ভালো। থাইল্যান্ডের পাতায়া সমুদ্রসৈকতে শুটিং হয়েছে। পুরো ইউনিট ছিল বেশ গোছানো।’ বললেন মেহজাবিন।
ধারাবাহিকে অনীহা কেন? ‘একটা লম্বা সময় ধরে চরিত্রের মধ্যে ডুবে থাকা আমার জন্য কষ্টকর। এর চেয়ে একক নাটকে নিত্যনতুন চরিত্র। নতুন গল্পে কাজ করে মজা পাই। তা ছাড়া ধারাবাহিকের জন্য শিডিউল মেলানোটাও ভীষণ ঝামেলার।’ মেহজাবিনের যুক্তি।
হাতে খুব বেশি কাজ কখনোই রাখেন না মেহজাবিন। নিজের জন্য পর্যাপ্ত সময় হাতে রাখেন। কেন? ‘ভালো লাগে না। সারাক্ষণ কাজে ডুবে থাকলে হবে? নিজের জন্যও তো সময় দরকার। আমি এমনিতেই সুখী।’
শোবিজের কাজের বাইরে বাকি সময়টা কী করেন? “পড়াশোনা করি। বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হই। সবচেয়ে বেশি ঘোরা হয় হাসিন রওশনকে নিয়ে। সেদিন দুজন মিলে যমুনা ব্লকবাস্টারে টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল ৫’ দেখে এলাম।” বললেন মেহজাবিন।
কোরবানির ঈদের কয়েকটি নাটকে কাজ করছেন এখন-‘মন পুতুলের গল্প’, ‘যন্ত্রণা যন্ত্রণা’, ‘টি বয়টি’। এবার ঈদে একটা নাচের অনুষ্ঠানেও দেখা যাবে তাঁকে। অল্প অল্প করে একক নাটক, কিছু ভালো বিজ্ঞাপন, পাশাপাশি লেখাপড়া-আপাতত এভাবেই এগোতে চান মেহজাবিন। ফ্যাশন ডিজাইনিংয়ে পড়ছেন শান্ত মারিয়ামে, অনার্স দ্বিতীয় বর্ষে। চলচ্চিত্র নিয়ে ভাবনা? “আপাতত ভাবছি না। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুবো শহর’ নিয়েও এইমুহূর্তে কোনো আপডেট দিতে পারছি না।”
আর ‘পরবাসিনী’? শোনা যাচ্ছে ছবি থেকে আপনার আর নিরবের অংশটুকু বাদ দেওয়া হয়েছে। ‘এ নিয়ে আর কথা না বলি। অনেক হয়েছে। এই ছবির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। পরিচালকও তো ক্লিয়ার করেছেন বিষয়টা।’ একটু বিরক্ত হয়েই বললেন মেহজাবিন।
Leave a Reply