এক ম্যাচ জিতেই সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে গেলো বাংলাদেশ। শনিবার নেপালের আনফা একাডেমিতে গ্রুপের প্রথম ম্যাচে ভুটান অনূর্ধ্ব-১৯ দলকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে লাল সবুজের যুবারা। বাংলাদেশের রোহিত সরকার ও মান্নাফ রাব্বি একটি করে গোল করেন।
সদ্যই শেষ হলো সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ। সিলেটে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন শিরোপা জিতে নেয় বাংলাদেশের কিশোররা। সেই উৎসবের রেশ এখনো কাটেনি। কিশোরদের উদ্ভাসিত সেই নৈপুণ্যে বাংলাদেশের ফুটবল অঙ্গনে বইছে সাফল্যের সুবাতাস। এরই মধ্যে আরও সুখবর বয়ে আনলেন যুব ফুটবলাররা। নেপালে প্রথমবারের মতো শুরু হওয়া সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের এ-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে লাল সবুজরা। আর এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে উঠ গেলো বাংলাদেশ। এখন গ্রুপ চ্যাম্পিয়নের জন্য স্বাগতিক নেপালের বিপক্ষে লড়তে হবে তাদের। তার আগেই একটি সমীকরনের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। বাংলাদেশ ২-০ গোলে জিতলেও এই ভুটানকেই ৩-১ গোলে হারিয়েছিল স্বাগতিক নেপাল। ফলে এ-গ্রুপের সেরা হতে হলে সোমবার হিমালয় কণ্যা নেপালকে হারাতেই হবে লাল সবুজদেরকে। এক্ষেত্রে ম্যাচটি যদি ড্র হয়, তাহলে প্রথম ম্যাচে বেশি গোল পাওয়ার সুবাদে নেপালই গ্রুপ চ্যাম্পিয়ন হবে।
শনিবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে পুরোপুরি আধিপত্যই ছিল বাংলাদেশের। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে একের পর এক গোলের সুযোগ সৃষ্টি করে কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা। তবে প্রথমার্ধেই দু’গোল পেয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণাত্মক খেলেছে বাংলাদেশকে। ম্যাচের ১৮ মিনিটে বক্সের বাইরে থেকে টুটুলের ফ্রিকিক দৃঢ়তার সঙ্গে ফিরিয়ে দেন ভুটানের ডিফেন্ডার তেনজিন। ভুটানি ডিফেন্ডারদের দৃঢ়তার কারণেই গোল পেতে ৪২ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় লাল সবুজদের। তবে তিন মিনিটের মধ্যে দু’গোল আদায় করে নেয় টিটুর শিষ্যরা। ম্যাচের ৪২ মিনিটে ভুটানি ডিফেন্ডারদের ভুলকে কাজে লাগিয়ে দুর্দান্ত শটে গোল করেন বাংলাদেশের রোহিত সরকার (১-০)। ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মান্নাফ রাব্বি (২-০)। ভুটানী গোলকিপারকে ধোকা দিয়ে জাল কাঁপান তিনি। প্রথমার্ধে এগিয়ে থাকায় দ্বিতীয়ার্ধে আক্রমনের ধার কমিয়ে রক্ষণাত্মক খেলে বাংলাদেশ। যদিও বাংলাদেশের ফরোয়ার্ড ইব্রাহিম দু’টি গোলের সুযোগ নষ্ট করেন। ৪৭ মিনিটে তার নেয়া শট পোস্টের খুব কাছ দিয়ে চলে যায় মাঠের বাইরে। ৫২ মিনিটে তার নেয়া শট মাঠের বাইরে চলে যায় বারপোস্ট কাঁপিয়ে। বাকি সময় আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
আগামী ২৪ আগস্ট স্বাগতিক নেপালের বিপক্ষে গ্রুপ (এ-গ্রুপ) চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে বাংলাদেশ। ২৭ আগস্ট টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ও ২৯ আগস্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
Leave a Reply