চিরন্তন ডেস্কঃবলিউডের ‘ভাইজান’ সালমান খানের জামিন বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। সোমবার দেশটির প্রধান বিচারপতি এইচ. এল. দাত্তুর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ এ আবেদন খারিজের আদেশ দেন। এর আগে গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত সালমানের জামিন বাতিল চেয়ে আবেদন করেন ওই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষে মুম্বাই পুলিশের এক সদস্য।মুম্বাইয়ের উচ্চ আদালত থেকে মঞ্জুর করা সালমানের জামিন চ্যালেঞ্জ করে এ আবেদনটি করা হয়।
উল্লেখ্য, উচ্চ আদালতে গাড়িচাপা দিয়ে মানুষ মেরে পালিয়ে যাওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত ও দণ্ডাদেশপ্রাপ্ত হওয়ার দিনেই জামিন পান সালমান খান।
২০০২ সালের সেপ্টেম্বরে গাড়িচাপায় মানুষ হত্যার ওই ঘটনায় ৬ মে সালমানের শাস্তি ঘোষণা করা হয়। মানুষ হত্যা, মাতাল অবস্থায় গাড়ি চালানোসহ একাধিক অপরাধে তাকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়।
গাড়িচাপার ওই ঘটনায় ফুটপাতে ঘুমন্ত এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছিলেন। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস
Leave a Reply