জার্মান ফুটবল ক্লাব উলফসবার্গ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন কেভিন ডি ব্রুয়েন।প্রতিশ্রুতিশীল এই বেলজিয়ান এই মিডফিল্ডারকে ৬ বছরের জন্য দলে টানতে ম্যান সিটিকে গুনতে হয়েছে সাড়ে ৫ কোটি পাউন্ড। ম্যান সিটির জন্য এটি রেকর্ড পারিশ্রমিকে খেলোয়াড় কেনার ঘটনা।ইংলিশ ফুটবল ক্লাববের ইতিহাসে অবশ্য এটি দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন। রিয়াল মাদ্রিদ থেকে ৫ কোটি ৯৭ লাখ পাউন্ডে আর্জেন্টাইন তারকা ডি মারিয়াকে কিনে সর্বাধিক পারিশ্রমিক দেয়ার রেকর্ডটি ম্যানচেস্টার ইউনাইটেডের।
রোববার ২৪ বছর বয়সী কেভিন ডি ব্রুয়েনকে দলভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন ম্যান সিটির ম্যানেজার ম্যানুয়েল পেলেগ্রিনি। তিনি বলেন, ‘আমাদের দলের উন্নতির জন্য একজন বিশেষ খেলোয়াড়কে দলে নেয়া হয়েছে। আমরা আক্রমণাত্মক ও আকর্ষণীয় ফুটবল খেলতে ভালোবাসি। এই কথা মাথায় রেখেই নতুন এই খেলোয়াড়কে আনা হয়েছে দলে। আমাদের লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় মানসিক, শারীরিক, কৌশল ও প্রযুক্তিগত সব সামর্থ্যই তার রয়েছে।
এই জার্সি পরেই ম্যান সিটির হয়ে মাঠে নামবেন ব্রুয়েন ঘোষণার পাশাপাশি ম্যান সিটির ওয়েবসাইটে ১৭ নম্বর জার্সিসহ ব্রুয়েনের একটি ছবিও প্রকাশ করা হয়েছে।
নতুন ঠিকানায় এসে আনন্দিত ব্রুয়েন বলেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে করণীয় যা কিছু- তার সর্বোচ্চ করতে চাই এবং আমি মনে করি সবচেয়ে গুরত্বপূর্ণ বিষয়টি হচ্ছে মৌসুম শেষে আমরা তখনই আনন্দিত হতে পারবো যখন আমরা কিছু শিরোপা জিততে পারবো।
শিরোপা জেতার এবং জেতানোর যোগ্যতা যথেষ্ঠ পরিমাণেই রয়েছে ব্রুয়েনের। আগের ক্লাবগুলোতে খেলার সময় তার প্রমাণও দিয়েছেন। চেলসিতে টানা তিন বছর সাফল্যের ঝলক দেখিয়ে ২০১৪ সালে প্রায় কোটি পাউন্ড পারিশ্রমিকে ২০১৪ সালে উইলফসবার্গে যোগ দেন তিনি। এই ক্লাবের হয়ে গেল মৌসুমের জার্মান কাপ জিতেছেন ব্রুয়েন। পেয়েছেন জার্মানির ২০১৫ সালের সেরা ফুটবলারের স্বীকৃতিও।ম্যান সিটিতে সাফল্যের সেই ধারা বজায় রাখাই ব্রুয়েনের একমাত্র লক্ষ্য এখন। সূত্র: বিবিসি স্পোর্টস, ম্যান সিটি ওয়েবসাইট
Leave a Reply