মঙ্গলগ্রহে বর্তমানেও পানির প্রবাহ রয়েছে বলে দাবি করেছে মার্কিন মহাকাশ সংস্থা ন্যাশনাল অ্যারেনোটিকস অ্যান্ড স্পেস এডমিনেস্ট্রশন (নাসা)।
সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা সাড়ে ১১ টায় এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।নাসার পক্ষ থেকে বলা হয়, মঙ্গলে এক ধরনের তরল রাসায়নিক পানির অস্তিত্ব আছে, যা খনিজ আকারে রয়েছে। এই পানি তখনই দেখা যায়, যখন মঙ্গলের তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রির বেশি থাকে। মঙ্গলের স্বাভাবিক শীতের সময়ও এই পানির অস্তিত্ব থাকে না।তবে নাসা এটাও জানিয়েছে যে, এখন পর্যন্ত মঙ্গলগ্রহ মানুষের বসবাসের জন্য যথেষ্ট উপযুক্ত নয়।
২৪ সেপ্টেম্বর ‘মঙ্গলগ্রহে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য’ (‘Major Science Finding) পাওয়ার ঘোষণা দেয় নাসা এবং ২৮ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কথা জানানো হয়।
এর আগে এ বছরের জুলাই মাসে নাসা এক প্রেস ব্রিফিংয়ে পৃথিবীর বাইরে মঙ্গলগ্রহে সম্ভাব্য প্রাণের অস্তিত্ব সম্পর্কে আভাস দিয়েছিল।
Leave a Reply