বাংলাদেশের দুই মোবাইল ফোন অপারেটর রবি ও এয়ারটেলকে শর্ত সাপেক্ষে ব্যবসা একীভূত করার অনুমতি দিয়েছে বিটিআরসি।
বুধবার সন্ধ্যায় বিটিআরসির কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়।বিটিআরসি সূত্রে জানা গেছে, অনুমোদিত এই ফাইলটি এখন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দেবে।
জানা গেছে, একীভূত হওয়ার পর ৭৫ শতাংশ শেয়ার থাকবে মালয়েশিয়া ভিত্তিক আজিয়াটা গ্রুপ ও এনটিটি ডকোমার কাছে। আর বাকি ২৫ শতাংশ শেয়ার থাকবে ভারতীয় এয়ারটেলের কাছে।মঙ্গলবার রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুপুন বীরাসিংহে এবং এয়ারটেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পিডি শর্মার স্বাক্ষরিত এক চিঠিতে দুই প্রতিষ্ঠান একীভূত হওয়ার জন্য আবেদন জানানো হয় বিটিআরসিতে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।গত ৯ সেপ্টম্বর ব্যবসা এক করার আলোচনা শুরু করে বাংলাদেশের এই দুই মোবাইল ফোন অপারেটর রবি ও এয়ারটেল।
বিটিআরসিতে জমা দেয়া ওই চিঠিতে বলা হয়, ব্যবসা একীভূত হওয়ার পর এয়ারটেলের গ্রাহকদের নম্বর (০১৬ দিয়ে শুরু) অপরিবর্তিত থাকবে। তিন বছর পর ০১৬ দিয়ে নতুন সংযোগ দেয়া হবে না।দুই অপারেটর একীভূত হওয়ার পর যৌথ গ্রাহকদের কোনো ধরনের অসুবিধা হবে না জানিয়ে চিঠিতে উল্লেখ করা হয়, একীভূত হওয়ার পর ব্যবসায় লাভবান ও সেবা আরও উন্নত হবে। দুই অপারেটরের কোনো কর্মকর্তা-কর্মচারীর চাকুরি যাবে না।এতে আরও বলা হয়, শিগগিরই দুই কোম্পানী নতুন একটি নাম চূড়ান্ত করে বিটিআরসিকে জানাবে। ওই কোম্পানী দুই কোম্পানীর সব স্টাফদের দায়িত্ব নেবে।
বাংলাদেশে মোট ১৩ কোটি মোবাইল ফোন গ্রাহকের মধ্যে ২ কোটি ৭৯ লাখ রবির আর ৯০ লাখ এয়ারটেলের। এ হিসেবে মোট গ্রাহকের প্রায় এক-চতুর্থাংশ এই দুটি কোম্পানীর।
Leave a Reply