এক সেকেন্ডেরও কম সময়ে বাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) রিপোর্ট নিতে পারবে। গতকাল বৃহস্পতিবার থেকে এই সেবাটি চালু করে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় প্রস্তুতকৃত সিআইবি অনলাইন সলিউশনের মাধ্যমে সিআইবি সংক্রান্ত যাবতীয় সার্ভিস চালু করা হয়েছে। নিজস্ব উদ্যোগে এ সেবা চালুর ফলে দেশের বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এছাড়া বিদেশী ভেন্ডরের উপর নির্ভরশীলতাও আর থাকছে না।পূর্বের তুলনায় অনেক কম সময়ে (১ সেকেন্ডের নীচে) ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান সিআইবি রিপোর্ট নিতে সক্ষম হবে।
ইতিপূর্বে বিদেশী সফটওয়্যার ব্যবহার করে এ কাজ করা হতো।
Leave a Reply