গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় ক্রিকেট দলের পেসার শাহাদাত হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইউসুফ হোসেন এ আদেশ দেন। এর আগে সকালে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন জাতীয় ক্রিকেট দল থেকে সাময়িক বহিষ্কৃত এ খেলোয়াড়। শুনানি শেষে বিচারক শাহাদাতের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গতকাল রোববার ভোরে ঢাকার মালিবাগে শ্বশুর বাড়ি থেকে শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহানকে গ্রেফতার করা হয়। পরে আদালতে হাজির করে জেসমিন জাহান নিত্যের ৫ দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান। অন্যদিকে নিত্য শাহাদাতের জামিন আবেদন করেন তার আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইউনুস খানের আদালত তার রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। একই সঙ্গে তিন কার্যদিবসের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বিচারক।
Leave a Reply