অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর স্থগিত করায় বেশ হতাশা বাংলাদেশী ক্রিকেটপ্রেমীরা। হতাশ হয়েছে টাইগার ক্রিকেটের শুভাকাঙ্ক্ষীরাও।বাংলাদেশের পক্ষ থেকে ভিভিআইপি নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতির পরও সফর থেকে সরে আসে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিএ-র সিদ্ধান্তের বিষয়ে বুধবার মুখ খোলেন সাবেক অস্ট্রেলিয়ার ক্রিকেটার ইয়ান চ্যাপেল।এর দুদিন পর বোমা ফাটালেন আরেক সাবেক অস্ট্রেলিয়ার তারকা ডিন জোন্স। এই জনপ্রিয় ধারাভাষ্যকার জানান, বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া হারের ‘লজ্জা’ থেকে রক্ষা পেয়েছে।
সিডনি মর্নিং হেরাল্ডকে লেখা এক কলামে এমনটাই জানিয়েছেন হালের জনপ্রিয় ধারাভাষ্যকার ডিন জোন্স। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া কেন পরাজয়ের মুখে পড়তো তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
ডিন জোন্স লিখেন, ‘সন্ত্রাসী হামলার হুমকির মুখে বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বিব্রতকর অবস্থা এড়াতে সক্ষম হয়েছে।সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দুর্দান্ত খেলা উপহার দিয়ে আসছে। আমার বিশ্বাস, সফরটি স্থগিত না হলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে পরাজিত করতো।’
তার মতে, ‘উপমহাদেশের মাটিতে অস্ট্রেলিয়া ফর্ম খুবই বাজে। আর অনভিজ্ঞ একটি দল নিয়ে বাংলাদেশ সফরে গেলে তাদের পরাজয়ই সঙ্গী হতো।’
অস্ট্রেলিয়া কেন হেরে যেত তার কারণ ব্যাখ্যায় ডিন জোন্স আরও বলেন, ‘অস্ট্রেলিয়া দলে টপ-অর্ডারে ডেভিড ওয়ার্নার ও ক্রিস রজার্স নেই। বাংলাদেশ যে শুষ্ক ও টার্নিং পিচ তৈরি করে থাকে সেসব পিচে স্টিভেন স্মিথ ছাড়া মিডল-অর্ডারের অন্যদের অবস্থা ভয়াবহ বাজে।’
আগামী নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজ নিয়ে ডিন জোন্স লিখেন, ‘যদি আপনি মনে করেন অজিরা কিউইদের দুমড়ে-মুচড়ে দিবে, তবে ব্যাপারটি নিয়ে আরেকবার ভাবুন।
Leave a Reply