জানালাটা খুলে দাও জানালাটা খুললে আসবে আলো, পাবে অক্সিজেন, ঘুঁচবে অন্ধকার। কিন্তু চাইলেই কি নারী তার জানালা খুলতে পারে, এ সমাজ তাকে কতটুকু স্থান দিয়েছে আকাশটাকে দেখার জন্য? এ প্রশ্নটা যখন জগদ্দল পাথরের মতো নারীর সামনে। সেই জায়গা থেকে নারীর প্রতিদিনের স্বাস্থ্য, আইন ও মনো-সামাজিক বিষয়ে তথ্যসেবা দিতে ‘জানালাটা খুলে দাও’ মায়া আপা মায়া অ্যাপ শিরোনামে দিনব্যাপী অংশগ্রহণমূলক কর্মশালা করে সমকালের পাঠক সংগঠন সমকাল সুহৃদ সমাবেশ। সোমবার নগরীর জেলরোডের একটি হোটেলে নারীদের নিয়ে অংশগ্রহনমূলক কর্মশালায় বক্তারা বলেন, বিশ্বায়নের যুগে এ ধরনের উদ্যোগ নারী জাগরণ হবে। দুর করবে নারীদের সমস্যা। যে সমস্যায় প্রতিনিয়ত তারা ভোগেন। কর্মশালায় অংশ নেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি), এমসি কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, সরকারি কলেজ, মদন মোহন কলেজ, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজ, বিয়ানীবাজার সরকারি মহিলা কলেজ, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ, ব্লুবার্ড স্কুল এন্ড কলেজ, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, দৌলতপুর উচ্চ বিদ্যালয়, জাহানারা ডিগ্রী কলেজের ৬০ জন শিক্ষার্থী।
সকাল ১০ টায় কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের সহ-সভাপতি জেসমিন সুলতানা। স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলুর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. কবির আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান অ্যাডভোকেট সৈয়দা শিরিন আখতার, সমকালের সাব এডিটর মো. আসাদুজ্জামান, সমকালের ব্যুরো প্রধান চয়ন চৌধুরী, সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী ও সমকাল সুহৃদ সমাবেশের সিলেটের সভাপতি রাজ কুমার দাস।
কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রজেক্টরের মাধ্যমে ব্র্যাকের সহযোগিতায় মায়া আপা অ্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। কর্মশালাটি পরিচালনা করেন সমকালের সাব এডিটর মো. আসাদুজ্জামান এবং সহযোগিতায় ছিলেন, সমকালের কেন্দ্রীয় কমিটির সমুদ্র প্রবাল এবং সমকাল সুহৃদ মিরপুর শাখার আলাউদ্দিন রিফাত। নারীকে এগিয়ে নিতে সাংগঠনিক শক্তি তথা নেটওয়ার্ক হিসেবে সুহৃদ সমাবেশ কীভাবে কাজ করতে পারে সে বিষয়ে আলোকপাত করেন সমকালের সাব এডিটর মো. আসাদুজ্জামান। সুহৃদ সমাবেশের কার্যক্রম সম্পর্কে কথা বলেন সুহৃদ সমাবেশ সিলেটের সভাপতি রাজ কুমার দাস ও সাধারণ সম্পাদক সুব্রত বসু। আলোচনা শেষে অংশগ্রহণকারী মেয়েরা মোবাইল ফোনে অ্যাপ ডাউনলোড করাসহ অ্যাপ ব্যবহার নিয়ে নানা প্রশ্নের উত্তর জেনে নেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন সমকাল সিলেট ব্যুরোর স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী, সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের সহ-সভাপতি এমরান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম রোজী, সাংগঠনিক সম্পাদক রাজু তালুকদার, অর্থ সম্পাদক প্রনব চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক পঙ্কজ রায়, সহ অর্থ সম্পাদক সুজিত দাস, সহ প্রচার সম্পাদক আব্দুল আলীম, সাংস্কৃতিক সম্পাদক সজিব চৌধুরী, পাঠচক্র সম্পাদক নিলয় দাস তনু, সুহৃদ হেনা মমো, আসমা আখতার মনি, মো. সাবের হোসেন রানা, লিটন চন্দ্রশীল, জয় বৈদ্য শিপলু, আব্দুর রহমান জনি, ঝলক বিশ্বাস, নিপেন্দ্র শেখর নাথ, তৌকির হোসেন তামু, শম্পা চক্রবর্তী, আহমদ ফরিদ, সৌমেন চক্রবর্তী, বনশ্রী সেন গুপ্ত, রাজর্ষি সেন গুপ্ত, সুবোধ কর প্রমূখ।
কর্মশালায় বক্তারা বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারী সমাজকে এগিয়ে না নিলে পুরো জাতির উন্নয়ন সম্ভব নয়। কর্মশালায় নারী জনগোষ্ঠীকে ডিজিটাল বিশ্বের সঙ্গে পরিচিত করার পাশাপাশি অ্যাপ ডাউনলোডসহ ই-মেইল আইডি খোলার বিষয়ে বিশদ আলোচনা ও ধারণা দেন প্রশিক্ষকরা।
Leave a Reply