৫ বছর পর পর্দায় এসেই চমক তৈরি করলেন ঐশ্বর্য রাই বচ্চন। ৯ই অক্টোবর মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন ছবি ‘জাজবা’। সঞ্জয় গুপ্তা পরিচালিত এ ছবিটি মুক্তি পাওয়ার পর পরই ভালো ব্যবসা সফলতা পেয়েছে। প্রথম ছয় দিনে ছবিটি আয় করেছে ৩০ কোটি রুপি। সেই হিসেবে অল্প সময়ের মধ্যেই পুরো ছবির খরচ উঠে গেছে। এখন যা আয় হবে তা যাবে লভ্যাংশের খাতায়। তবে ব্যবসা সফলতার চাইতেও বড় বিষয় হলো দর্শক এতটা সময় পরও ঐশ্বর্যকে গ্রহণ করেছে আগের মতো করেই। বিশেষ করে তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে দর্শকমহলে। সব মিলিয়ে এ ছবির মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন তিনি। আমির খান ছবিটি দেখে বলেছেন, ঐশ্বর্য এখনও সেরাই আছেন। অভিনেত্রী হিসেবে তার তুলনা শুধু তিনি নিজে। ঐশ্বর্য ‘জাজবা’ ছবিতে অভিনয় করেছেন একজন সাহসী আইনজীবীর ভূমিকায়, যে কিনা জীবনে কোন মামলা হারেননি। কিন্তু একটি মামলা লড়ার সময় অপহৃত হয় তার কন্যা। মামলাটিতে হেরে যাওয়ার জন্য বলা হয় ঐশ্বর্যকে। এরপরই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান তিনি। এমন কাহিনী নিয়েই এগিয়ে চলে এ ছবির গল্প। ছবিতে ঐশ্বর্য রাই বচ্চন ছাড়াও অভিনয় করেছেন ইরফান খান, শাবানা আজমী, জ্যাকিস্রফ প্রমুখ। ধারণা করা হচ্ছে ‘জাজবা’তে অসাধারণ অভিনয়ের জন্য এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন অ্যাওয়ার্ডের সবচেয়ে বড় দাবিদার হবেন ঐশ্বর্য। তবে পুরস্কার নিয়ে চিন্তিত নন এই অভিনেত্রী। এ বিষয়ে তিনি বলেন, অনেকেই বলছেন আমি ‘জাজবা’র জন্য পুরস্কারের দাবিদার। কিন্তু আমি এসব নিয়ে কখনও ভাবিনি, এখনও ভাবছি না। দর্শক কিভাবে আমাকে গ্রহণ করলো সেটাই আমার দেখার বিষয়। সেদিক থেকে আমি অনেক আনন্দিত। দর্শকদের প্রতি কৃতজ্ঞ। এভাবেই ভালো ভাল ছবি যেন উপহার দিতে পারি, সেটাই আমার চাওয়া।
Leave a Reply