দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৫৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ঘরের মাঠে টানা পঞ্চম সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।ইমরুল কায়েসের ম্যাচ সেরা ব্যাটিংয়ের পর মুস্তাফিজুর রহমান আর আল আমিন হোসেনের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত দাপুটে জয় পায় টাইগাররা।
বাংলাদেশের দেয়া ২৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২২ রানে প্রথম উইকেটের পতন ঘটে জিম্বাবুয়ের। ওপেনার রেজিস চাকাবাকে (১) ফিরিয়ে সূচনা করেন আরাফাত সানি। দলীয় স্কোরে এক রান যোগ হতেই টাইগার দলপতি ফেরান অপর ওপেনার চামু চিবাবাকে (১৪)।ক্রমেই আক্রমণাত্মক হয়ে ওঠা শন উইলিয়ামসকে তুলে নেন প্রথম স্পেলে উইকেট না পাওয়া ‘ম্যাজিক বয়’ মুস্তাফিজ। উইলিয়ামস করেন ১৭ বলে ১৪ রান। এরপর ৪৪ বলে ২৬ রান করে লিটন দাসের সরাসরি থ্রোতে রান আউট হন শন আরভিন।
ভালো বল করেও উইকেট পাচ্ছিলেন না আল আমিন। কিন্তু পরে সিকান্দার রাজাকে (৩৩) আর এল্টন চিগুম্বুরাকে (৪৭) ফিরিয়ে খেলার চিত্রই পাল্টে দেন দীর্ঘদিন পর দলে ফেরা এ পেসার। এই দুই উইকেটের পতনেই ঠিক হয়ে যায় ম্যাচের ভাগ্য।
এরপর মুস্তাফিজ আর নাসির জিম্বাবুয়ের লোয়ার অর্ডার গুড়িয়ে দিলে ৪৩.২ ওভারে ১৮৩ রানে থেমে যায় সফরকারীদের ইনিংস। আর ৫৮ রানের ব্যবধানে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা।
বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ৩টি এবং আল আমিন ও নাসির দুটি করে উইকেট নেন।
এর আগে সোমবার মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতেও টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। জিম্বাবুয়েকে ২৪২ রানের টার্গেট দেয় স্বাগতিকরা।
নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪১ রান করে তারা। দলের পক্ষে ইমরুল কায়েস ৭৬, নাসির ৪১, সাব্বির ৩৩ ও মুশফিক ২১ রান করেন।
জিম্বাবুয়ের পক্ষে পানিয়াঙ্গারা ৩টি, মুজারাব্বানি ও ক্রেমার ২টি এবং জঙ্গবি ও উইলিয়ামস ১টি করে উইকেট লাভ করেন।
দলে ফিরেই ৮৯ বলে ৭৬ রানের ম্যাচ বাঁচানো ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ইমরুল কায়েস। তিনি ৪টি ছক্কা আর ৬টি চারে তার ইনিংসটি সাজান।
এনিয়ে ঘরের মাঠে টানা পঞ্চম সিরিজ জয় নিশ্চিত করলো টাইগাররা। শুরুটা ছিল গত বছর জিম্বাবুয়েকে দিয়েই। মাঝে ভারত, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকাকেও নাকানি-চুবানি খাইয়েছে টাইগাররা।
Leave a Reply