পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার ঘটনায় মেয়ে ঐশী রহমানের বিরুদ্ধে করা মামলার রায় আজ বৃহস্পতিবার। ঢাকার ৩ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ রায় ঘোষণা করবেন। গত ৪ নভেম্বর মামলাটিতে যুক্তিতর্কের শুনানি শেষে একই বিচারক রায় ঘোষণার এ তারিখ ধার্য করেছিলেন।
মামলার অন্য দুই আসামি ঐশীর বন্ধু আসাদুজ্জামান জনি কারাগারে এবং মিজানুর রহমান রনি জামিনে রয়েছেন। আসামিদের মধ্যে রনির বিরুদ্ধে ঐশীকে আশ্রয় দেওয়া এবং ঐশী ও জনির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। এ মামলার অন্য আসামি গৃহকর্মী খাদিজা আক্তার সুমি নাবালক হওয়ায় অন্য আদালতে তার বিচার চলছে। তার বিরুদ্ধেও হত্যার অভিযোগ রয়েছে।
মামলাটিতে ২০১৪ সালের ৯ মার্চ ডিবির ইন্সপেক্টর মো. আবুয়াল খায়ের মাতুব্বর আদালতে চার্জশিট দাখিল করেন। যুক্তিতর্কের শুনানির আগে ট্রাইব্যুনাল ৪৯ সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এর পর দিন তাদের মেয়ে ঐশী রহমান রমনা থানায় নিজে আত্মসমর্পণ করেন। পরবর্তী সময় সে আদালতে হত্যার অভিযোগ স্বীকার করে জবানবন্দি দেয়।
Leave a Reply