নেইমারকে নিয়ে চিন্তিত গেরার্দো মার্তিনো। ভাবনা করতে বলছেন দলের খেলোয়াড়দেরও। তাতা মার্তিনোর বিশ্বাস, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছাকাছি পর্যায়ে চলে গেছেন ব্রাজিলের এই তরুণ ফরোয়ার্ড। আছেন দুর্দান্ত ফর্মে। তাই আর্জেন্টিনা দলকে নেইমার থেকে সতর্ক থাকতে বলছেন আর্জেন্টাইন কোচ। শুক্রবার বুয়েন্স আইরেসে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা।
হেভিওয়েট এই লড়াইয়ে নেইমার ফিরেছেন চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে। ব্রাজিলের অধিনায়কের ফিরেই নিজেকে প্রমাণের দায় আছে। বার্সেলোনার হয়ে স্প্যানিশ লিগে দারুণ ফর্মে আছেন নেইমার। সেই ফর্ম তিনি নিয়ে আসতে চাইবেন জাতীয় দলে। এই ভয়টাই পাচ্ছেন মার্তিনো। তার মনে হচ্ছে মেসি ও রোনালদোর এলিট ব্রাকেটে চলে আসার সময় হয়েছে নেইমারের।
“নেইমার পরিণত একটি অবস্থায় পৌঁছেছে।” মার্তিনো ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে বলেছেন, “দুর্দান্ত ফর্মে সে। সবার ওপরে থাকা শীর্ষ দুই ফুটবলারের কাছাকাছি সে।” মেসি ও রোনালদোর প্রসঙ্গ টেনে এই কথা বলেছেন মার্তিনো।
নেইমার ফেরায় ব্রাজিলের শক্তি বেড়েছে। আর আর্জেন্টিনার শক্তি কমেছে মেসি, কুন আগুয়েরোর পর ইনজুরির কারণে কার্লোস তেভেজও এই ম্যাচ থেকে ছিটকে পড়ায়। কিন্তু তাতে মার্তিনোর মনোবল কমছে না। ব্রাজিলিয়ানদের সাথে লড়ার মতো প্রতিভা যথেষ্টই আর্জেন্টিনার আছে বলে বিশ্বাস মার্তিনোর। আর্জেন্টিনার কোচ বলেছেন, “যখন কোনো খেলোয়াড়কে মিস করবেন তখন প্রতিপক্ষ স্বস্তি পাবে। তাতে কি ব্রাজিল ফেভারিট হয়ে যাচ্ছে? আমার তা মনে হয় না।” মার্তিনো বলেছেন, “এটা একটা ক্ল্যাসিক। দুই দলেরই গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে। আমরা সমানে সমান।” দুই ম্যাচে ব্রাজিল একটি জিতেছে। বাছাইয়ে দুই ম্যাচে আর্জেন্টিনার অবশ্য মাত্র এক পয়েন্ট।
Leave a Reply