টি-টোয়েন্টিতে ১৩২ রানের লক্ষ্যটা তেমন বড় কিছু নয়। বিশেষ করে টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় এটা নিঃসন্দেহে বলা যায়।তবে শুক্রবার মিরপুরে সিরিজের প্রথম ম্যাচটা সহজে জিততে পারেনি স্বাগতিকরা।
সফরকারীদের দেয়া ১৩২ রানের জয়ের লক্ষ্যে পৌঁছতে শেষ স্বীকৃত ব্যাটিং জুটি পর্যন্ত গিয়ে ঠেকেছে টাইগারদের ইনিংস। শেষ পর্যন্ত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ছক্কায় ১৪ বল বাকি থাকতে ৪ উইকেটের জয় পায় তারা।
জিম্বাবুয়ের দেয়া ১৩২ রানের লক্ষ্য খেলতে নেমে অনেক দিন পর দলে জায়গা পাওয়া আনামুল হক বিজয়ের (১) শুরুতেই রান আউটে ধাক্কা খায় স্বাগতিকরা। তবে তামিম ইকবাল আর সাব্বির রহমানের ব্যাটে ধাক্কা সামলে দাপুটে জয়ের পথে এগোচ্ছিল টাইগাররা।
কিন্তু দলীয় ৪৫ রানে সাব্বির (১৮) বিদায় নিতেই বোলিংয়ের পর ব্যাটিংয়েও পথ হারায় বাংলাদেশ। একের পর এক মুশফিকুর রহিম (২), নাসির হোসেন (১৬) ও তামিম ইকবালের (৩১) বিদায়ে সহজ জয়ের লক্ষ্যকে কঠিন করে ফেলে স্বাগতিকরা।
তবে ওয়ানডে সিরিজে ব্যর্থ লিটন দাসকে নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু দলীয় ১১৮ রানে তেন্দাই চিসরো লিটনকে (১৭) ফেরালে খেলায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তবে মাশরাফি জিম্বাবুয়ের বোলারদের সে সুযোগ নিতে দেননি। শেষ পর্যন্ত তার দর্শনীয় ছক্কায় ১৪ বল বাকি থাকতে ১৩৬ তুলে ৪ উইকেটের জয় পায় টাইগাররা। মাহমুদুল্লাহ ২১ বলে ২২ আর টাইগার দলপতি ১২ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন।
গ্রায়েম ক্রেমার আর তেন্দাই চিসরো মূলত বাংলাদেশী ব্যাটসম্যানদের চাপে রাখেন। ক্রেমার ২৯ রানে ৩টি আর চিসরো ১৫ রানে ২টি উইকেট নেন।
এর আগে ম্যালকম ওয়ালারের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে (৩১ বলে ৬৮ রান) বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৩ বল বাকি থাকতে ১৩১ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
ম্যাচ সেরা হয়েছেন ম্যালকম ওয়ালার। সিরিজের অপর ম্যাচ রোববার মিরপুর স্টেডিয়ামে বিকাল ৫টা শুরু হবে।
Leave a Reply