মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তাদের পরিবারের সদস্যরা কারাগারে পৌঁছেছেন।
শনিবার রাত ৯টার দিকে দুই পরিবারের সদস্যরা কেন্দ্রীয় কারাগারে পৌঁছান।
মূলত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসি কার্যকর করার আগে শেষবারের মতো সাক্ষাতের জন্য পরিবারের সদস্যদের ডেকে পাঠিয়ে থাকে কারা কর্তৃপক্ষ।
এরআগে রাত সাড়ে ৮টার দিকে কারাগারে প্রবেশ করেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক (এআইজি) কর্নেল ফজলুল কবীর।
এছাড়া সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুটি অ্যাম্বুলেন্স কেন্দ্রীয় কারাগারের দিকে গেছে বলে জানা গেছে।
মূলত রাষ্ট্রপতির কাছে সালাউদ্দিন কাদের ও মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন খারিজ হলে ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে। প্রস্তুত রাখা হয়েছে ফাঁসির মঞ্চ ও জল্লাদ।
ইতিমধ্যে প্রাণভিক্ষার আবেদনের আইনি বিষয়ে মতামত দিয়ে তা বঙ্গভবনে পাঠিয়ে দিয়েছে আইন মন্ত্রণালয়। বঙ্গভবনেই আছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন সচিব।
Leave a Reply