নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেট সুপার স্টারকে ১ রানে হারিয়েছে চিটাগং ভাইকিংস। তামিমের দল আগের দিনে শেষ বলে হারলেও আজ মুশফিকের দলকে শেষ বলে হারিয়েছেন।
চিটাগাং ভাইকিংসের দেয়া ১৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সিলেট সুপারস্টার্স ২০ ওভারে ৬ উইকেটে ১৭৯ করতে সক্ষম হয়।
শেষ ওভারে সিলেটের প্রয়োজন ছিলো ৯ রানের। কিন্তু পাকিস্তানি বোলার মোহাম্মদ আমেরের কৌশলী বোলিংয়ে ৭ রান সংগ্রহ করতে সক্ষম হন মুশফিকরা। ফলে ১ রানের জয় পায় আগের ম্যাচে নাটকীয়ভাবে হেরে যাওয়া চিটাগং ভাইকিংস।
জবাব দিতে নেমে দিলশান মুনাবিরার ৩০ বলে করা ৬৪ রানে ভর করে দুরন্ত সূচনা করে সিলেট সুপার স্টার। ৬.২ ওভারে ৬৬ রানে ওপেনিং জুটির পতন হয়।
এরপর মুশফিকুর রহিমের ৩৪ বলে ৫০ ও নুরুল হাসানের ২০ বলে ৩২ রানের ইনিংসও জয় এনে দিতে পারেনি সিলেটকে। ১৭৯ রানেই থেমে যায় তাদের দৌঁড়।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তামিম ইকবাল এবং ইয়াসির আলীর ব্যাটে ভর করে ১৮০ রানের পুঁজি পায় চিটাগাং।
চিটাগাংয়ের হয়ে ওপেন করতে নামেন দিলশান এবং তামিম ইকবাল। তবে আজও দিলশানের ব্যাট কথা বলেনি। শূন্য রান করে আউট হন তিনি।
তবে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও অর্ধশতক তুলে নেন ড্যাশিং বয় তামিম। তিনি ৪৫ বলে ৬৯ রান করে আউট হন। ইয়াসির আলী করেন ৫২ বলে ৬৩ রান।এছাড়া জীবন মেন্ডিস ২০ এবং জিয়াউর রহমান ১৫ রান করেন। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করে চিটাগাং।
শফিউল ইসলাম ২৫ রানে সিলেটের ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হন।
Leave a Reply