ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘আগামী ২১ ফেব্রুয়ারি থেকে চালু হবে ডট বাংলা ডোমেইন। ফলে বাংলা ওয়েবসাইটগুলো পাবে পৃথক পরিচিতি।’মঙ্গলবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মত বিটিআরসি পরিদর্শনে গেলেন তারানা হালিম। তাকে স্বাগত জানান বিটিআরসির চেয়ারম্যান ড.শাহজাহান মাহমুদ। তার সঙ্গে ছিলেন ভাইস চেয়ারম্যান আহসান হাবীব খান। প্রতিমন্ত্রী বিটিআরসির কর্মকতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন এবং পরে সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
তারানা হালিম বলেন, ‘এখন এমন একটা সময় যখন মন্ত্রণালয় এবং বিটিআরসির দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ একই। এর ফলে সামনের দিনগুলোতে দেশের স্বার্থে মন্ত্রণালয় এবং বিটিআরসি সমন্বিতভাবে কাজ করবে।’
তিনি নকল হ্যান্ডসেট এবং অবৈধভাবে আন্তর্জাতিক কল আদান-প্রদান বন্ধে অভিযান অব্যাহত রাখতে বিটিআরসিকে নির্দেশ দেন।
ডট বাংলা ডোমেইন চালু প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ডোমেইন চালুর প্রস্তুতি সম্পন্ন। আগামী ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মৃতি বিজড়িত দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই ডোমেইন চালু করা হবে।’
অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান ড. শাহাজাহান মাহমুদ বলেন, ‘বিটিআরসিকে স্বাধীনভাবে কাজ করতে দিলে এ প্রতিষ্ঠান তার দায়িত্ব পালনে আরও সফল হবে।’
বিটিআরসি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই দায়িত্ব পালন করবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
Leave a Reply