জাপানি নারী হিরোয়ি মিয়াতার লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক উজির আলী জানান, তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা ওই নারীর লাশ উত্তোলনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ চেয়ে আদালতে আবেদন করেন। ওই আবেদেনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
আদালতের আদেশে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি মোতাবেক একজন জেলা নির্বাহী হাকিমের উপস্থিতিতে তার লাশ উত্তোলনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হোক।
জানতে চাইলে উত্তরা পূর্ব থানার ওসি আবু বকর মিয়া বলেন, আদেশের কপি ঢাকা জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে একজন নির্বাহী নিয়োগ করা হবে। এসব প্রক্রিয়া শেষে কবর থেকে লাশ তোলা হবে।
গত ১৯ নভেম্বর জাপান দূতাবাসের এক কর্মকর্তা উত্তরা পূর্ব থানায় জিডি একটি জিডি করেন। জিডিতে বলা হয়, প্রায় ২৪ দিন ধরে মিয়াতা নিখোঁজ রয়েছেন। পরে জানা যায়, ২৯ অক্টোবর মিয়াতা মারা গেছেন।
প্রায় ১০ বছর ধরে ঢাকায় অবস্থান করছিলেন হিরোয়ি। ঢাকার কয়েক ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি। জাপান সরকারের পেনশনও পেতেন তিনি।
Leave a Reply