আগের দুই ম্যাচে শেষ বলে ১ রানের হার দেখেছিল সিলেট সুপার স্টারস। তৃতীয় ম্যাচেও তারা হার দেখলো শেষ ওভারে। ব্যাট হাতে ফের ধুকতে দেখা গেলো সিলেট সুপার স্টারসকে। রংপুর রাইডার্সের দেয়া ১১০ রানের মামুলি টার্গেটের পেছনে ব্যাট হাতে লক্ষ্যভ্রষ্ট হলো মুশফিকবাহিনী । ইনিংসের ৪ বল বাকি রেখে ১০৩ রানে গুটিয়ে গেলো সিলেটের ইনিংস। আসরে সিলেট সুপার স্টারস ছাড়া বাকি পাঁচ দল কমপক্ষে একটি করে ম্যাচ জিতেছে। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) নিজেদের প্রথম দুই ম্যাচে অপ্রত্যাশিতভাবে হারে সিলেট। চিটাগং ভাইকিংসের বিপক্ষে মাত্র ১ রানে হারের পর বরিশাল বুলসের কাছেও তারা হারে মাত্র ১ রানে। তবে আজ প্রথম জয়ের লক্ষ্যে রংপুর রাইডার্সকে অল্প রানে বেধে ফেলেছে তারা। টস জিতে আগে ব্যাটে গিয়ে রংপুর ৯ উইকেটে ১০৯ রান তুলেছে। ৩৭ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক সাকিব আল হাসান। এর আগে ৩৭ রানেই তিন উইকেট হারায় তারা। পরে চতুর্থ উইকেট হারায় ৫৪ রানের মাথায়। কিন্তু পঞ্চম উইকেটে রংপুরকে পথ দেখান অধিনায়ক সাকিব আল হাসান ও থিসারা পেরেরা। এই জুটিতে তারা ২৬ রান যোগ করেন। থিসারা ২১ রানে ফিরলেও সাকিব করেন ৩৩ রান। এর আগে লেন্ডল সিমন্স ১৩, সৌম্য সরকার ৭ ও মোহাম্মদ মিথুন ৪ রানে ফেরেন। সিলেটের পেসার মোহাম্মদ শহিদ ১২ রানে নেন ৪ উইকেট।
Leave a Reply