শিক্ষার্থীদের টিউশন ফিসহ বিভিন্ন ব্যয় নির্ধারণে উদার দৃষ্টিভঙ্গি গ্রহণের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের প্রতি আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে সভাপতির বক্তৃতায় এ আহ্বান জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মনোনীত প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন।
মন্ত্রী তঁর বক্তৃতায় জনগণের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ব্যয় একটি সীমা পর্যন্ত নির্ধারিত রাখার আহবান জানিয়ে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহকে ব্যবসা ও মুনাফার চিন্তা ত্যাগ করে সেবার মনোভাব নিয়ে জনকল্যাণে অবদান রাখতে এগিয়ে আসতে হবে।
মিরপুরে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে এ সমাবর্তনে আরো বক্তৃতা করেন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কে এম মোহসীন এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অভ ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. মুহম্মদ শহীদুল কাদির পাটোয়ারী।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ও শিক্ষার্থী সংখ্যা অনেক বেশি। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণকারী ছাত্রছাত্রীদের মধ্যে কোন পার্থক্য করে না উল্লেখ করে জনাব নাহিদ বলেন, তারা সবাই আমাদের সন্তান, জাতির ভবিষ্যৎ। সবার জন্যই আমরা মানসম্মত শিক্ষা ও প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে চা
Leave a Reply