ডাক্তারদের উদ্দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন মায়ের স্নেহ, বোনের ভালোবাসা নিয়ে দেশের জন্য কাজ করছেন, তেমনি আপনারাও মানুষের সেবা করবেন। কোনোভাবেই যেন জনগণের সেবা ব্যাহত না হয়। আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)-এর শহীদ ডা. মিলন হলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের দোরগড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ৬ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। আমরা চাই প্রতিটা গ্রামের মানুষ সঠিক ভাবে যেন স্বাস্থ্যসেবা পায়।
মোহাম্মদ নাসিম বলেন, মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের এমবিবিএস ডিগ্রির পর ২ বছর ইন্টার্নশিপ করতে হবে। একবছর নিজের প্রতিষ্ঠানে ও আরেক বছর গ্রামে। এ ব্যাপারে আমরা দ্রুতই সবাই বসে সিদ্ধান্ত নিব।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশু-সার্জারিতে পেডিয়াট্রিক অ্যানেসথেসিয়া খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য সরকার অ্যানেসথেসিয়ার লোকবল বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন মেডিক্যাল কলেছে শিশু সার্জারীতে ৫৯টি নতুন পদ সৃষ্টির কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে আছে।
অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জন্স বাংলাদেশের চতুর্থ জাতীয় সম্মেলন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. আব্দুল আজিজের সভাপতিত্বে সভায় বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, জাতীয় অধ্যাপিকা ডা. শায়লা খাতুন, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল, অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জন্স বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ডা. আব্দুল হানিফ টাবলু প্রমুখ বক্তব্য রাখেন।
Leave a Reply