সিলেটের কিংবদন্তি বীর ক্রিকেটার অলক কপালী বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে ক্রিকেট খেলায় বরিশাল বুজকে তিন উইকেটে হারিয়ে জয়লাভ করায় সিলেটের বডি এ্যাভাল্যুয়েশন জিম কর্তৃপক্ষ তাকে সংবর্ধনা প্রদান করেছে। ১৯ ডিসেম্বর শনিবার বিকেল ৪টায় নগরীর পূর্ব শিবগঞ্জস্থ বডি এ্যাভাল্যুয়েশন জিম কর্তৃপক্ষের হল রুমে এ সংবর্ধনা প্রদান করা হয়।
পূর্ব শিবগঞ্জস্থ বডি এ্যাভাল্যুয়েশন জিমের পরিচালক শফিকুর রহমানের সভাপতিত্বে ও পরিচালক সৈয়দ আহসানুজ্জামান সানির পরিচালনায় সংবর্ধিত অতিথি বীর ক্রিকেটার অলক কপালি বলেন, নিজের জন্য কিছু না করে সিলেটবাসীর হৃদয়ে স্থান করে নিতে ক্রিকেট অঙ্গনে চমৎকার পারফরমেন্স অব্যাহত রাখছেন। তিনি বলেন চলমান বিপিএল ক্রিকেটে ১১টি ম্যাচের মধ্যে ক্রিকেটার অলক কপালি ৮টি ম্যাচ খেলে বীরত্ব দেখিয়েছেন। আগামীতে আরো ভাল পারমেন্স করতে তিনি সিলেটবাসীর আশীর্বাদ কামনা করে জিম কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে ক্রিকেটার অলক কপালি সংবর্ধনা স্থলে পৌছিলে জিম কর্তৃপক্ষ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে বরণ করে নেন।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও জিমার তানভীরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায়ী ফরহাদ হোসেন, জিমার শফিকুর রহমান, ইমরান হক, মোঃ মুরশেদ চৌধুরী, শাওন আহমদ, এ.আর. আবিদ, সাহেদ ওসমান, ইমরান আহমদ, মুক্তার আহমদ, শাহিন, তাজ, সৌরভ, আহাদ ও জোটন দাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সিলেটের বীর ক্রিকেটার অলক কপালি দেশের ক্রিকেট জগতে চমৎকার পারফরমেন্স দেখিয়ে কৃতিত্বের সাথে সিলেটের জন্য গৌরব অর্জন করছেন। অথচ তাকে জাতীয় ক্রিকেট দলে রহস্যজনক কারণে তালিকা ভ‚ক্ত না করে জাতীয় টিমের খেলা থেকে বঞ্চিত রাখা হচ্ছে। বক্তারা আরো বলেন, অবিলম্বে সিলেটের তরুণ বীর ক্রিকেটার অলক কপালিকে জাতীয় টিমে তালিকাভুক্ত করে খেলায় সুযোগ দানের জন্য সরকার প্রশাসনের প্রতি জোরালো আহŸান জানান। সংবর্ধনায় অলক কপালিকে মানপত্র উপহার দেন বডি এ্যাভাল্যুয়েশন জিমের পরিচালক সৈয়দ আহসানুজ্জামান সানি ও পরিচালক সফিকুর রহমান।
Leave a Reply