জনপ্রিয় চ্যাটিং প্লাটফরম হোয়াটসঅ্যাপ এবার স্বয়ংসম্পূর্ণ হতে যাচ্ছে। স্কাইপ কিংবা ভাইবারের মতো হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং ফিচার আনছে শিগগিরই। না এটা কোনো অফিসিয়াল ঘোষণা নয়। হোয়াটসঅ্যাপের এই গোপন মিশন ফাঁস হয়ে গেছে ইন্টারনেটে।
জার্মানির ব্লগসাইট ম্যাসারকোপ ডট ডিই হোয়াটসঅ্যাপের ভিডিও কলিং এর স্ক্রিনশট ফাঁস করে। এরপরই তা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। হোয়াটসঅ্যাপের এই বিটা ভার্সনটি এখনও পর্যন্ত শুধু আইওএস ব্যবহারকারীদের জন্য বলে জানা গেছে। স্ক্রিনশট দুটিতে দেখা যাচ্ছে ব্যবহারকারী ভিডিও কলিং-এর সময় মাইক্রোফোন অন/অফ করতে পারেন এবং ক্যামেরা ফ্লিপ করার ব্যবস্থাও আছে।
কলিং লেআউট দুটি উইন্ডোতে বিভক্ত। একটি যিনি কল করেছেন তার জন্য অপরটি যিনি কল রিসিভ করেছেন তার জন্য। স্ক্রিনশটে দৃশ্যমান সবুজ রং-এর নেভিগেশন বাটনগুলি ফাঁসকারীদের দাবিকে আরও দৃঢ় করেছে। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও এই ফিচার আসতে যাচ্ছে কিনা সেটা এখনও পরিষ্কার নয়।
হোয়াটসঅ্যাপ শুরুতে শুধু চ্যাটিং প্ল্যাটফরম হিসেবে ব্যবহৃত হতো। বছরখানেক আগে এতে যুক্ত হয় ভয়েস কলিং ফিচার। উন্নত সাউন্ড কোয়ালিটি আর স্বল্প ডেটা খরচের জন্য আরও জনপ্রিয় হয়ে উঠে হোয়াটসঅ্যাপ। আছে ব্যক্তিগত এবং গ্রুপ চ্যাটিং-এর সুবিধা।
বাংলাদেশের কিছু মোবাইল কম্পানি ফ্রি হোয়াটসঅ্যাপ চ্যাটিং ফিচার ব্যবহারের সুযোগ দিয়ে থাকে। এখন ভিডিও কলিং ফিচার যুক্ত হলে জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা যাচ্ছে।
—–অনলাইন অবলম্বনে সত্যজিৎ কাঞ্জিলাল
Leave a Reply