ব্রিটিশ নভোচারী টিম পিক গিয়েছেন মহাকাশে। দীর্ঘ ছয় মাস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কাটাবেন তিনি।পৃথিবীকে কেন্দ্র করে মহাকাশে ঘোরার সময় টিম পিকের ইচ্ছে হয়েছিল নিজের বাড়িতে ফোন করার। ফোনও করেছিলেন তিনি। এপাশে একজন নারী ফোন তোলার পর পিক হালকা সুরে জানতে চাইলেন,’হ্যালো, এটা কি পৃথিবী নামের গ্রহ?’
কিন্তু তিনি খুব দ্রুতই বুঝতে পারলেন যিনি ফোনটি তুলেছেন, তিনি তার স্ত্রী রেবেকা নন। পরে এক টুইট বার্তায় তিনি অবশ্য ভুল নম্বরে ডায়াল করার জন্যে ক্ষমা চান। সেখানে তিনি বলেন, ইচ্ছে করে তিনি ভুল নম্বরে কল করেননি।
দশ দিন আগে সেনাবাহিনীর সাবেক এই মেজর মহাকাশে যান সরকারের ব্যবস্থাপনায় বৈজ্ঞানিক নানা পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্যে।
হেলেন শ্যারমান ছিলেন প্রথম ব্রিটিশ নাগরিক যিনি মহাকাশে গিয়েছিলেন। ১৯৯১ সালে তিনি গিয়েছিলেন সোভিয়েত ‘মির’ মহাকাশ যানে।সূত্র:বিবিসি
Leave a Reply