আগামী ১ জানুয়ারি প্রতিবছরের মতো এবারও সারাদেশে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালিত হবে।নতুন বছরের প্রথম দিন শুক্রবার হওয়া সত্ত্বেও আগামীকাল পাঠ্যপুস্তক উৎসব দিবস পালনের লক্ষ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উভয় মন্ত্রণালয় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
এ উপলক্ষে আগামীকাল সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, ইবতেদায়ী, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে।
শুক্রবার সকাল ৯টায় রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল মাঠে (ঢাকা কলেজের পাশে) পাঠ্যপুস্তক উৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ অনুষ্ঠানে বিনামূল্যে বিতরণকৃত মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করবেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান সকাল ১০টায় মিরপুর-২, ন্যাশনাল বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে উদ্বোধন করবেন এ দিবসটির।
প্রাথমিক স্তরের এই বই বিতরণ উৎসবে আরো উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো: মোতাহার হোসেন এমপি, সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, আখম জাহাঙ্গীর হোসেন এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, আলী আজম এমপি, বেগম উম্মে রাজিয়া কাজল এমপি, মো: আসলামুল হক এমপি ও কামাল আহম্মেদ এমপি।
পাঠ্যপুস্তক উৎসব দিবসে আগামীকাল সারাদেশে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ৪ কোটি ৪৪ লাখ ১৬ হাজার শিক্ষার্থীর মাঝে ২৯১টি বিষয়ের ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৬০টি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। এর মধ্যে প্রাধমিক স্তরের ২ কোটি ২৩ লাখ ২২ হাজার ৪২৮ জন শিক্ষার্থীর ১০ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৯৯৭টি বই ও অনুশীলন খাতা রয়েছে।
সূত্র: বাসস।
Leave a Reply