চতুর্থ বঙ্গবন্ধু গোল্ডকাপের বর্ণাঢ্য উদ্বোধন হলো। যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে বিকাল পৌনে তিনটায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে এ আসর শুরু হয়।
উদ্বোধনী খেলায় প্রথমার্ধে বাংলাদেশ শ্রীলংকার বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে যায়।
৮-২০ জানুয়ারি পর্যন্ত চলবে আট দলের ফুটবল যুদ্ধ। বাংলাদেশ খেলবে গ্রুপ ‘এ’তে। এ গ্রুপের অন্যান্য প্রতিপক্ষ- মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল।
গত আসরের শিরোপা জয় করেছিল মালয়েশিয়া। বাংলাদেশ ওঠেছিলো ফাইনালে।
তবে এবার গ্রুপ পর্বের শুরুতেই দুই দলের লড়াই আলাদা রোমাঞ্চ ছড়াবে। গ্রুপ ‘বি’তে খেলবে কম্বোডিয়া, বাহরাইন, মালদ্বীপ ও বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল।
১১ জানুয়ারি পর্যন্ত যশোরে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরবর্তী ম্যাচগুলো ১২ জানুয়ারি থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে। ১৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুটি করে ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হবে। ১৭ ও ১৮ জানুয়ারি দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ হবে ২০ জানুয়ারি।
চ্যানেল নাইন সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।
Leave a Reply