গত ৩৬ ম্যাচে হারে নি এই জুটি। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হারবেন এমন বাজি ধরার মানুষও ছিল না। তবে যেভাবে তরতর করে প্রথম রাউন্ড থেকে ফাইনালে উঠেছিলেন ফাইনালে জয়টা ততো সহজে এলো না সানিয়া-হিঙ্গিস জুটির। র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকা এই জুটি ৭-৬ (৭-১), ৬-৩ সেটে হারালেন চেক প্রজাতন্ত্রের লাভাককোভা-রাদেচকা জুটিকে।
এটি সুইস তারকা মার্টিনা হিঙ্গিস ও ভারতীয় হার্টথ্রুব সানিয়া মির্জা জুটির অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম এবং সবমিলিয়ে তৃতীয় শিরোপা।
মেলবোর্নের রড লেভার অ্যারিনায় প্রথম সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়েছে নম্বর ওয়ান সানিয়া-হিঙ্গিস জুটিকে। ৬২ মিনিটের এই লড়াইয়ে সমান তালে লড়েছেন র্যানঙ্কিংয়ে সপ্তম অবস্থানে থাকা লাভাককোভা-রাদেচকা জুটি। শেষ পর্যন্ত ৭-৬ এ প্রথম সেট জিতে নেন সানিয়া-হিঙ্গিস।
তবে দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে আর কোনো সুয়োগ দেননি জনপ্রিয় এই জুটি। ৬-৩ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে নেন তারা।
২০১৪ সালে ইউএস ওপেন জেতার পর সানিয়া মির্জার এটি প্রথম গ্রান্ড স্ল্যাম। টাইমস অব ইন্ডিয়া
Leave a Reply