দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) বাংলাদেশকে দ্বিতীয় সোনার পদক এনে দিয়েছেন মাহফুজা খাতুন শিলা।
রোববার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেন এই বাংলাদেশী প্রতিযোগী।
এর আগে আজই ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তের হাত ধরে এসএ গেমসে প্রথম সোনার পদক জিতে বাংলাদেশ।
রোববার মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে শ্রীলংকা ও নেপালের প্রতিযোগীকে পেছনে ফেলে সোনা জেতেন মাবিয়া।
আর ভারোত্তোলন থেকেই আজ বাংলাদেশকে দ্বিতীয় রুপা এনে দেন ফুলপতি চাকমা। ফুলপতির রুপা এসেছে ৫৮ কেজি ওজন শ্রেণিতে।
এসএ গেমসে এছাড়া এখন পর্যন্ত ভারোত্তোলন ও সাঁতারে পাঁচটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।
Leave a Reply