আট পৌড়ে জীবন যাপন এখন আর সুনেত্রাদের নয় ।
তারাই এখন দেশের গৌরব , তারা ছিনিয়ে আনে দেশের সম্মান ।
তারা এখন আর নিযর্াতিত হয়ে নীরবে সহ্য করে ঘরে বসে থাকেনা ;
প্রতিবাদ করে , প্রতিরোধ গড়ে অন্যায়ের বিরুদ্ধে ,
কঠিন সংগ্রাম করে উন্নত বিশ্ব গড়তে !
এবং একসময় জয়ের মুখ দেখে ।
সুনেত্রারা এক সময় সুরন্জনা ছিল পদে পদে বাঁধা ছিল !
ছিল না বাঁক স্বাধীনতা !!
এখনো ও তাই ; তবে এখন তাদের প্রেয়সী সাজিয়ে শুধু প্রেমের কবিতা , কাব্য, গল্প লেখা হয় না ।
তাদের দু:সাহসি কমর্, তাদের সৃজনশীলতা নিয়ে দেশে দেশে সংবাদ প্রচারণা করা হয় ।
সুনেত্রারা এখন শুধু , সুরঞ্জনা অথবা বনলতা সেন এ আবদ্ধ নয় ।
তারা বিশ্বে শান্তির জন্য নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে ।
আজকের সুনেত্রাদের কেউ দাবিয়ে ঘরের কোণে বসিয়ে রাখতে পারে না ।
সুনেত্রাদের চোঁখে আজ বিশ্ব স্বপ্ন দেখে । …………..অন্যা
Leave a Reply