বৃষ্টির কারণে বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে। ভারতের হিমাচলের ধর্মশালায় বাংলাদেশ সময় রাত ৮টায় এ ম্যাচ হওয়ার কথা।
ক্রিকইনফো জানিয়েছে, বৃষ্টি থামার পর সর্বশেষ রাত ৮টার দিকে ক্রিজ ও মাঠ থেকে কাভার তুলে নেয়া হয়েছে। এখন মাঠ শুকানোর প্রক্রিয়া চলছে। আকাশও পরিষ্কার। ফের বৃষ্টি না হলে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
তবে এখন পর্যন্ত টস হয়নি। রাত সাড়ে ৮টার পর থেকে ম্যাচ যত দেরিতে শুরু হবে, ততই ওভার কমবে। শেষ পর্যন্ত ৫ ওভার করেও ম্যাচ হওয়ার নিয়ম রয়েছে।
জানা গেছে, ধর্মশালার ড্রেনেজ ব্যবস্থা উন্নতমানের। তবে ধর্মশালার এই মাঠ শুকাতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। রাত ৮টার পর থেকে সে প্রক্রিয়া এগিয়ে চলেছে।
এদিকে বাংলাদেশ সময় ১০টা ৪৮ মিনিটের মধ্যে খেলা শুরু করা না গেলে বাতিল হবে। তখন দুদল পয়েন্ট ভাগাভাগি করে নেবে।
ইতিমধ্যে এই গ্রুপ থেকে নেদারল্যান্ডস বিদায় নিয়েছে। শুক্রবার দিনের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে মাত্র এক ম্যাচ খেলেই কমলাদের বিদায় নিতে হয়।
Leave a Reply